Zilhajj 1432   ||   November 2011

ওলামা-তলাবার খেদমতে আরয ও এলান : একটি কিতাব ও একটি বই পৌঁছে দিন সম্মান ও পুরস্কার নিন

সম্মানিত ওলামায়ে কেরাম ও তালিবানে ইলমের খেদমতে বিনীত আরয এই যে, আমরা দীর্ঘদিন যাবত দুটি কিতাবের তালাশে আছি। যদি কোনো বন্ধু কিতাব দুটির সন্ধান দিতে পারেন এবং অনুগ্রহ করে আমাদের কাছে পৌঁছে দেন তাহলে আমরা তাঁকে/তাঁদেরকে যথাযোগ্য পুরস্কারে সম্মানিত এবং অত্যন্ত কৃতজ্ঞ থাকব ইনশাআল্লাহ।

 

১। সীরাতে আয়েশা।

মাওলানা আবদুস সালাম নদভী রাহ.কৃত মূল উর্দু কিতাব ও তার বাংলা অনুবাদ।

 

উল্লেখ্য, আমাদের কাছে সাইয়েদ সোলায়মান নদভী রাহ.কৃত সীরাতে আয়েশা ও তার বাংলা অনুবাদ বিদ্যমান আছে।

 

২। পুরুষোত্তম নজরুল।

(সম্ভবত সদরুদ্দীন চিশতীর লিখিত।)

 

আশা করি, তালিবানে ইলম একে আততানাফুসু ফিল খাইর ও কল্যাণের কাজে প্রতিযোগিতা হিসেবে গ্রহণ করবেন।

 

 

                                                                      

আরজ গুজার

বান্দা মুহাম্মাদ আবদুল মালেক

মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা

 

    যোগাযোগ  

০১১৯০-৩৫৫০৯

০১৯১৭-১৩৪৩৪১ 

 

 

 

advertisement