Zilhajj 1432   ||   November 2011

নাম সঠিকভাবে বলা ও লিখা

 কারো নাম হুবহু বলা ও লিখা উচিত। এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ আদব। নাম সংক্ষিপ্ত করতে হলে এর জন্যও স্বতন্ত্র্য নীতি ও আদব রয়েছে, যেগুলো জেনে সে অনুযায়ী আমল করা উচিত।

আজকাল অনেককে বলতে শোনা যায় যে, তারা আহসানুল ফাতাওয়ার মুসান্নিফকে মুফতী আবদুর রশীদ বলেন। অথচ তাঁর নাম রশীদ আহমদ। আবার কেউ হযরত মাওলানা রশীদ আহমদ গাঙ্গুহী রাহ.-এর নামের সাথে মুফতী শব্দ যোগ করে সুপরিচিত এই ফকীহকে অপরিচিত বানিয়ে দেয়। তারা জানে না যে, হযরতের নামের সাথে মুফতী শব্দ ব্যবহৃত হয় না। কেননা, তিনি মুফতী নন, উস্তাযুল মুফতীন ওয়াল ফুকাহা (মুফতী ও ফকীহগণের

উস্তাদ) ছিলেন।

তেমনিভাবে অনেককে হযরত শায়খুল হিন্দ রাহ.-এর নাম মাহমুদুল হাসান লিখতে দেখা যায়। অথচ তাঁর নাম মাহমুদ হাসান। আলিফ-লাম ছাড়া।

এদিকে কিছু লোককে দেখলাম, তারা আমাদের উস্তাদ হযরত মাওলানা মুহাম্মাদ আবদুর রশীদ নুমানী (১৩৩৩ হি.-১৪২০ হি.) ও আহসানুল ফাতাওয়ার গ্রন্থকার মুফতী রশীদ আহমদ লুধিয়ানভী রাহ. (১৩৪১ হি.-১৪২২ হি.) দুজনকে একই ব্যক্তি মনে করেন। এটি সম্পূর্ণ অবাস্তব।

 

advertisement