Zilhajj 1432   ||   November 2011

আরেকটি ভুল মাসআলা : প্রত্যেক মুসল্লির জন্য কি ছানার পর আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়তে হয়

অনেককে দেখা যায়, তারা প্রত্যেক মুসল্লির জন্য ছানার পর আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়াকে সুন্নত মনে করেন। অথচ এই ধারণা ঠিক নয়। আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ শুধু ঐসব মুসল্লির জন্য সুন্নত, যারা সূরা ফাতিহা পাঠ করেন। যেমন-ইমাম ও মুনফারিদ (একাকী নামায আদায়কারী)। ইমামের পিছনে ইকতিদা করার কারণে যেহেতু মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হয় না তাই সে আউযুবিল্লাহ, বিসমিল্লাহও পড়বে না।

 

 

advertisement