Zilqad 1432   ||   October 2011

একটি ভুল ধারণা :যফর আহমদ উছমানী রাহ. কি শাববীর আহমদ উছমানী রাহ.-এর ভাই?

প্রথমে বিষয়টিকে গুরুত্ব দিইনি। পরে বেশ কিছু মানুষকেই এরকম বলতে শুনেছি, হযরত মাওলানা যফর আহমদ উছমানী রাহ. (১৩১০ হি.-১৩৯৪ হি.) আল্লামা শাববীর আহমদ উছমানী রাহ. (১৩০৫ হি.-১৩৬৯ হি.)-এর সহোদর ভাই। কথাটি ঠিক নয়।

প্রথমজন হলেন হাকীমুল উম্মত থানভী রাহ.-এর ভাগ্নে। যাঁর আববা মাওলানা লতীফ আহমদ। তাঁর বাড়ি থানাভবন। আর দ্বিতীয়জনের আববা হলেন মাওলানা ফজলুর রহমান। তাঁর বাড়ি দেওবন্দ। থানভী রাহ.-এর সঙ্গে তাঁর এ জাতীয় কোনো সম্পর্ক ছিল না।

 

advertisement