একটি ভুল তথ্য :মুনাজাতে মাকবুল-এ যা কিছু ছাপা হচ্ছে সবই কি থানভী রাহ.-এর সংকলন?
মুনাজাতে মাকবুল হাকীমুল উম্মত থানভী রাহ.-এর একটি সুন্দর সংকলন। এতে হাদীসে বর্ণিত বিভিন্ন জামে’ তথা ব্যাপক অর্থবহ দুআসমূহ একত্রিত করা হয়েছে। এতে হযরতের মূল অবলম্বন ছিল ইমাম ইবনুল জাযারী-এর ‘আলহিসনুল হাসীন’ এবং মোল্লা আলী কারী রাহ.-এর ‘আলহিযবুল আ’যম’।
সংকলনটি ব্যাপকভাবে মাকবুল হওয়ায় অনেক প্রকাশক তা প্রকাশ করে থাকে। কিন্তু আফসোসের বিষয় হল, কোনো কোনো প্রকাশক এতে এমন অনেক অযীফা যোগ করে দিয়েছে, যা হাদীসে বর্ণিত নয়। এমনকি অর্থ ও মর্মের দিক থেকেও আপত্তিকর।
অনেকে ধারণা করে মুনাজাতে মাকবুলের সাথে যত কিছুই ছাপা হয়ে থাকে সব কিছুই থানভী রাহ.-এর সংকলন বা তার পক্ষ থেকে অনুমোদিত। মনে রাখবেন, বিষয়টি এমন নয়। মুনাজাতে মাকবুল সমষ্টিতে শুধু নিম্নোক্ত বিষয়গুলো হযরতের সংকলন বা তার পক্ষ থেকে অনুমোদিত।
১. সাত মনযিলের আরবী মুনাজাতে মাকবুল।
২. উর্দু কাব্যে সাত মনযিলে তার অনুবাদ।
৩. মাসনবী থেকে নির্বাচিত ফার্সী কাব্যের দুআসমূহের সাত মনযিল।
৪. হিযবুল বাহার।
তবে হিযবুল বাহার-এর শুরুতে বলে দেওয়া হয়েছে যে, তা মা’ছূর বা বর্ণিত নয় এবং তার আমলের সীমারেখাও চিহ্নিত করে দেওয়া হয়েছে।
এ চারটি বিষয় ছাড়া অন্য যা কিছু
বিভিন্ন প্রকাশনায় এ সমষ্টির সাথে যুক্ত করা হয়েছে তা থানবী রাহ.-এর সংকলন নয়। ঐগুলোর যথার্থতা আলেমদের কাছে জেনে নেওয়া জরুরি।