Shawal 1432   ||   September 2011

এটি হাদীস নয় : একটি জনপদের উপর পবিত্রতা যখন পাখা বিস্তার করে আকাশ তখন শহীদের রক্ত ধারণ করে

 

বাংলাদেশের একজন বিখ্যাত লেখকের লেখায় এমন কথা পড়েছি। তিনি লিখেছেন, ইফতারির সময় রোযাদারদের কাছে আকাশ আজ অন্যান্য সন্ধ্যার তুলনায় অনেক বেশি লাল বলে মনে হয়, গাঢ় এবং গম্ভীর সেই রঙ দেখে কারো কারো মনে পড়ে যায়, হ্যাঁ, এ রকম তাঁরা শুনেছে, একটি জনপদের ওপর পবিত্রতা যখন পাখা বিস্তার করে উড়ে যায়, তখন শহীদের রক্ত আকাশ ধারণ করে।  

কিন্তু এই ধরনের কোনো রেওয়ায়েত আমরা পাইনি যে, কোনো জনপদের ওপর পবিত্রতার আলামত স্বরূপ আকাশ শহীদের রক্ত ধারণ করে; বরং এই ধরনের কথার কোনো যৌক্তিকতাও নেই।  

অতএব যে কোনো দায়িত্বশীল লেখকের উচিত, কোনো কিছু লিখা বা বলার আগে তার শুদ্ধাশুদ্ধি যাচাই করে নেওয়া। কারো থেকে শোনে, কোনো বাজারি বইয়ে পড়ে কিংবা কোনো কিছু কল্পনা করে তাকে রেওয়ায়েতের মতো করে লিখে দেওয়া কোনো দায়িত্বশীল লোকের কাজ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সুমতি দান করুন। আমীন। 

 

 

advertisement