Jumadal Ula 1432   ||   April 2011

এত বড় দুঃসাহস কেন?

উম্মে মুহাম্মাদ

গত ১৬ মার্চ দৈনিক ইনকিলাবের একটি সংবাদ দেখে চমকে উঠেছি। সংবাদটিতে বলা হয়েছে, জিলেট ব্লেডের আমদানিকারক প্রতিষ্ঠানের উদ্যোগে ব্লেডের বিজ্ঞাপনের জন্য একসাথে কয়েক হাজার মানুষ প্রকাশ্যে সেভ করবে! 

সংবাদটি পড়ে আমার মনে হয়েছে, সত্যিই কি আমরা ৮৫ ভাগ মুসলিমের দেশে বসবাস করি? যদি তা-ই হয় তাহলে এদেশে পণ্যের প্রচার ও বিপণনের উদ্দেশ্যে কীভাবে ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিআর ও প্রতীকের প্রকাশ্য অবমাননার ঘোষণা দেওয়ার দুঃসাহস তাদের হল?

আমরা যারা মুসলিম পরিচয়ে গর্ববোধ করি, আমাদের অন্তরে যদি ইসলাম ও ইসলামের নবীর প্রতি সামান্যতম মহববত ও ভালবাসা থাকে তাহলে এর প্রতিবাদ না করে এবং এই অপকর্ম বন্ধ করতে বাধ্য না করে পারি না।

আমাদের ভুলে গেলে চলবে না যে, ব্যক্তিগত পর্যায়ের গুনাহ এবং প্রকাশ্যে সম্মিলিতভাবে ইসলামের প্রতীক অবমাননার গুনাহ সমান নয়। শেষোক্ত ক্ষেত্রে, এমনকি ব্যক্তি ইসলাম থেকেও খারিজ হয়ে যেতে পারে।

এই অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং প্রকাশিত সংবাদটির সত্যাসত্য যাচাই করে বাস্তবতা পাওয়া গেলে ঐ কোম্পানির সকল পণ্য বর্জন করার আহবান জানাই। এ বিষয়ে দেশের সম্মানিত আলেম-ওলামা ও দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করছি।

 

 

advertisement