Jumadal Ula 1432   ||   April 2011

এটি হাদীস নয় : আজানের জবাবে পুরুষ পাবে এক লক্ষ নেকী, মহিলা দুই লক্ষ নেকী

বছরখানেক আগে একজন জিজ্ঞাসা করেছিলেন যে, উপরের কথাটা হাদীস কি না। কিন্তু অনেক তালাশের পরও সহীহ হাদীসের কিতাবে তো নয়ই মওযূ ও জাল রেওয়ায়েতের কিতাবাদিতেও তার সন্ধান পাইনি। অথচ সহীহ হাদীসে আজানের জবাব দেওয়ার অনেক ফযীলত আছে। কোথাও ফযীলতের ক্ষেত্রে নারী ও পুরুষের পার্থক্য ও আলাদা আলাদা ছওয়াবের কথা চোখে পড়েনি। অতএব সহীহ হাদীস দ্বারা প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত এই ধরনের ফযীলত বর্ণনা করা উচিত নয়।  

 

 

advertisement