Jumadal Ula 1432   ||   April 2011

একটি ভুল পদ্ধতি : নামাযে তাকবীরে তাহরীমা না বলে রুকুতে চলে যাওয়া

জামাতের নামাযে ইমাম যখন রুকুতে যান, তখন অনেককে দেখা যায়, রাকাত পাওয়ার জন্য তাড়াহুড়া করে একটি তাকবীর বলতে বলতে রুকুতে চলে যান। এ পদ্ধতি সঠিক নয়। কারণ যে তাকবীরটি বলতে বলতে মুসল্লী রুকুতে যাচ্ছে, সেটাকে রুকুর তাকবীর বলা যায়। তাহলে তার তাকবীরে তাহরীমা তো আদায় হয়নি। অথচ তাকবীরে তাহরীমা ফরয। 

অতএব ইমামকে রুকুতে পেতে হলে কয়েকটি কাজ করা জরুরি। প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে কান পর্যন্ত হাত উঠিয়ে একবার আল্লাহু আকবার উচ্চারণ করবে। তারপর হাত না বেঁধে সোজা ছেড়ে দিবে। অতপর আরেকটি তাকবীর বলতে বলতে রুকুতে যাবে।

সারকথা এই যে, এখানে তাকবীর দুটি। প্রথমটি তাকবীরে তাহরীমা, যা নামাযের প্রথম কাজ। এই তাকবীর না বললে নামাযই হবে না। আর দ্বিতীয়টি রুকুর তাকবীর। এই তাকবীর বলা সুন্নত। কেউ যদি রুকুতে ইমামের সাথে শামিল হতে চায় তাহলে তার জন্য নিয়মমাফিক এই দুটি তাকবীর আদায় করা উচিত। এক্ষেত্রে প্রয়োজনে রুকুর তাকবীর তো ছাড়া যেতে পারে, কিন্তু স্থির দাঁড়ানো অবস্থায় তাকবীরে তাহরীমা অবশ্যই বলতে হবে। এ বিষয়ে অধিক তাড়াহুড়া বা অবহেলা করলে নামায শুদ্ধ না হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে।

 

 

 

advertisement