Rajab 1446   ||   January 2025

আনওয়ারুল কুরআন : প্রশ্নোত্তর

আনওয়ারুল কুরআন বিভাগের সর্বশেষ শিরোনাম প্রশ্নোত্তর এর অধীনে প্রত্যেক সংখ্যায় ইনশাআল্লাহ তিন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া হবে। সংক্ষেপের জন্য প্রশ্নকারীর নাম-পরিচয় অনুল্লেখ থাকবে।

 

প্রশ্ন ১১৩. আপনাদের মাসিক আলকাউসার পত্রিকায় উলূমুল কুরআন বিষয়ে আল্লামা তাহের আলজাযায়েরী রাহ.-এর التبيان নামে একটি কিতাবের উদ্ধৃতি দেখি। আমি এ কিতাবটি সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন।

উত্তর : উল্লিখিত কিতাবটির পূর্ণ নাম— 

التبيان لبعض المباحث المتعلقة بالقرآن على طريق الإتقان

তাহের আলজাযায়েরী রাহ. এ কিতাবে বারোটি অধ্যায়ে উলূমুল কুরআনের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন। এগুলোর ভেতরে প্রসঙ্গক্রমে আরো কিছু শাখাগত বিষয় নিয়েও আলোচনা করেছেন। যে অধ্যায়গুলো তুলনামূলক বেশি বিস্তারিত, সেগুলো হল

الفصل الأول : في بيان المكي والمدني من القرآن وما يناسب ذلك.

প্রথম অধ্যায় : এ অধ্যায়ে তিনি মাক্কী ও মাদানী সূরা ও আয়াত নির্ণয় ও তা জানার ফায়দা নিয়ে আলোচনা করেছেন। প্রসঙ্গক্রমে কুরআনের সর্বপ্রথম ও সর্বশেষ নাযিল হওয়া আয়াত সম্পর্কেও আলোচনা করেছেন। 

الفصل الثالث : في نزول القرآن على سبعة أحرف وما يتعلق بذلك.

তৃতীয় অধ্যায় : এ অধ্যায়ে `সাবআতু আহরুফ`-এর ব্যাখ্যা-বিশ্লেষণ ও এ সম্পর্কে মতভিন্নতা বিস্তারিতভাবে তুলে ধরেছেন।

الفصل السادس : في بيان تواتر القرآن والقراءات وما يتعلق بذلك.

ষষ্ঠ অধ্যায় : এ অধ্যায়ে কুরআন কারীম ও কেরাত বা পাঠ মুতাওয়াতির হওয়া সম্পর্কে আলোচনা করেছেন। প্রসঙ্গক্রমে কিরাআতের বিভিন্ন রীতি ও প্রকার নিয়েও আলোচনা করেছেন।

الفصل الثامن : في أسماء السور وما يتعلق بذلك.

অষ্টম অধ্যায় : এ অধ্যায়ে সূরাসমূহের নামকরণের মৌলিক দিকগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করেছেন। প্রসঙ্গক্রমে সূরাসমূহের নামের ই'রাব নিয়েও আলোচনা করেছেন।

الفصل العاشر : في عدد الآيات.

দশম অধ্যায় : এ অধ্যায়ে কুরআনের আয়াত সংখ্যা এবং এতদসংক্রান্ত মতভিন্নতা ও তার কারণ নিয়ে আলোচনা করেছেন।

এছাড়া আরো যেসকল বিষয়ে তিনি এ কিতাবে আলোচনা করেছেন, তা হল, কুরআন কারীম নাযিলের ধরন ও অবস্থা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যুগে কুরআন কারীম সংকলন, প্রসিদ্ধ সাত কারী ও তাদের কেরাত এবং সেগুলোর সনদ নিয়ে পর্যালোচনা, কুরআন কারীমের বিভিন্ন নাম, কুরআনের সূরার সংখ্যা ও অংশভিত্তিক ভাগ, আয়াতসমূহের শুরু ও শেষ এবং আয়াতগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক ও যোগসূত্র ইত্যাদি। প্রাসঙ্গিকভাবে আরো বিভিন্ন বিষয়ও উল্লেখ করেছেন।

শায়েখ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহমাতুল্লাহি আলাইহির তত্ত্বাবধানে এর একটি সংস্করণ দারুস সালাম কায়রো থেকে প্রকাশিত হয়েছে। তাতে তিনি টীকাও সংযোজন করেছেন।   

 

প্রশ্ন ১১৪. আমি এক মাকতাবার কিতাবের তালিকায় দেখেছি, তাফসীরে বায়যাবী সুয়ূতী রাহ.-এর হাশিয়াসহ নতুন করে প্রকাশিত হয়েছে। সুয়ূতী রাহ. যে তাফসীরে বায়যাবীরও হাশিয়া লিখেছেন, তা আমি এতদিন জানতামই না। সুয়ূতী রাহ.-এর হাশিয়াটি সম্পর্কে আমি জানতে চাচ্ছি। 

উত্তর : জালালুদ্দীন সুয়ূতী রাহ.-এর লেখা তাফসীরে বায়যাবীর হাশিয়াটির নাম

نواهد الأبكار وشوارد الأفكار

এটি মাহের আদীব হাব্বূশ-এর তাহকীকে তাফসীরের বায়যাবীর সঙ্গে দারুল লুবাব ও মাকতাবাতুল ইরশাদ থেকে ১২ খণ্ডে ১৪৪৩ হিজরী মোতাবেক ২০২২ সালে প্রকাশিত হয়েছে।

কিতাবটির শুরুতে মুহাক্কিকের শতাধিক পৃষ্ঠার দীর্ঘ একটি ভূমিকা আছে। তাতে তিনি বায়যাবী রাহ.-এর জীবনী ও তাফসীরে বায়যাবী এবং সুয়ূতী রাহ.-এর জীবনী এবং বায়যাবীর ওপর তার হাশিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

সুয়ূতী রাহ. এই হাশিয়ায় তাফসীরে বায়যাবীর ইবারতের সবিস্তার শরাহ করার পাশাপাশি তাফসীরে কাশ্শাফ থেকেও অনেক ফাওয়ায়েদ উল্লেখ করেছেন। তাফসীরে বায়যাবী ও তাফসীরে কাশ্শাফের অন্যান্য শরাহ থেকেও অনেক ফাওয়ায়েদ জমা করেছেন। বায়যাবীতে উল্লেখিত হাদীস আছারগুলো সম্পর্কেও বিস্তারিত পর্যালোচনা করেছেন।

 

advertisement