Safar 1446   ||   August 2024

দলীল জেনে নিন ॥
সালামের জবাবে বাড়িয়ে বলা

আবু রুশায়দ

আল্লাহ তাআলা কুরআন কারীমে ইরশাদ করেন-

وَ اِذَا حُيِّيْتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوْا بِاَحْسَنَ مِنْهَاۤ اَوْ رُدُّوْهَا  اِنَّ اللهَ كَانَ عَلٰي كُلِّ شَيْءٍ حَسِيْبًا.

যখন কেউ তোমাদেরকে সালাম করে, তখন তোমরা (তাকে) তদপেক্ষা উত্তমরূপে সালাম দিয়ো কিংবা (অন্ততপক্ষে) সেই শব্দেই তার জবাব দিয়ো। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর হিসাব রাখেন। -সূরা নিসা (৪) : ৮৬

আল্লাহ তাআলা এ আয়াতে মুসলমানদেরকে বলছেন, কেউ তোমাদেরকে সালাম দিলে তোমরা তাকে এর চেয়ে উত্তম শব্দে সালাম দিয়ো। অতএব কেউ যদি-

السَّلَامُ عَلَيْكُمْ

-বলে সালাম দেয়, তাহলে উত্তরদাতার জন্য উত্তম হল-

وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ

-বলে উত্তর দেওয়া।

সালামদাতা যদি-

السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ الله

-বলে, তাহলে উত্তরে-

وَعَلَيْكُمُ السَّلَام وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُه

-বলা। তবে শব্দ না বাড়ালেও অন্তত সালামদাতা যতটুকু বলে, ততটুকু শব্দে জবাব দিতে হবে।

আর কেউ যদি-

السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُه

-বলে সালাম দেয়, তাহলে তার উত্তরেও বলা হবে-

وَعَلَيْكُمُ السَّلَام وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُه.

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদীসে ইরশাদ করেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর বললেন-

اذْهَبْ فَسَلِّمْ عَلَى أُولَئِكَ مِنَ المَلاَئِكَةِ، فَاسْتَمِعْ مَا يُحَيُّونَكَ، تَحِيَّتُكَ وَتَحِيَّةُ ذُرِّيَّتِكَ، فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ، فَقَالُوا السَّلاَمُ عَلَيْكَ وَرَحْمَةُ اللهِ، فَزَادُوهُ وَرَحْمَةُ اللهِ.

তুমি গিয়ে ওই ফেরেশতাদেরকে সালাম দাও, দেখো তারা তোমাকে কীভাবে অভিবাদন জানায়। সেটাই হবে তোমার ও তোমার বংশধরদের অভিবাদন-রীতি। তিনি গিয়ে ফেরেশতাগণকে সালাম দিলেন-

السَّلَامُ عَلَيْكُمْ.

তখন ফেরেশতাগণ উত্তরে বললেন-

السَّلَامُ عَلَيْكَ وَرَحْمَةُ الله.

তারা وَرَحْمَةُ الله বাড়িয়ে বললেন। -সহীহ বুখারী, হাদীস ৩৩২৬, ৬২২৭; সহীহ মুসলিম, হাদীস ২৮৪১; জামে তিরমিযী, হাদীস ৩৩৬৮

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন হাদীসে বর্ণিত আছে, তিনি সাহাবায়ে কেরামের সালামের উত্তরে وَرَحْمَةُ الله বা وَبَرَكَاتُهه পর্যন্ত বাড়িয়ে বলতেন। দ্রষ্টব্য : সহীহ মুসলিম, হাদীস ২৪৭৩; জামে তিরমিযী, হাদীস ২৮১৪

সালাম এক প্রকার দুআ। আমাদের উচিত, সালামদাতার জবাবে তার জন্য বাড়িয়ে দুআ করা। 

 

advertisement