Zilhaj 1445   ||   June 2024

দুআ কবুল হওয়ার বিশেষ কিছু মুহূর্ত

Mawlana Muhammad Imran Hussain

প্রতি মুহূর্তে, প্রতিটি কর্মে বান্দা আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী। তাঁর সাহায্য ছাড়া বান্দার কোনো কাজই সফলতার মুখ দেখে না। আর আল্লাহর মদদ ও সাহায্য লাভের বড় একটি মাধ্যম হল দুআ। দুআ করলে আল্লাহ তাআলা কবুল করেন। বান্দাকে সাহায্য করেন, প্রার্থিত বস্তু দান করেন। বান্দার আশা পূরণ করেন।

যদি রিযিক হালাল হয়, একাগ্রতার সাথে দুআ করা হয় এবং দুআ করার পর ফলাফলের জন্য তাড়াহুড়া না করা হয়, তাহলে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি রয়েছে, তিনি অবশ্যই দুআ কবুল করবেন।

ইরশাদ হয়েছে-

وَ قَالَ رَبُّكُمُ ادْعُوْنِیْۤ اَسْتَجِبْ لَكُمْ اِنَّ الَّذِیْنَ یَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِیْ سَیَدْخُلُوْنَ جَهَنَّمَ دٰخِرِیْنَ.

তোমাদের প্রতিপালক বলেছেন, আমাকে ডাকো; আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই অহংকারবশে যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। -সূরা মুমিন (৪০) : ৬০

অন্যত্র ইরশাদ করেছেন-

وَ اِذَا سَاَلَكَ عِبَادِیْ عَنِّیْ فَاِنِّیْ قَرِیْبٌ اُجِیْبُ دَعْوَةَ الدَّاعِ اِذَا دَعَانِ فَلْیَسْتَجِیْبُوْا لِیْ وَ لْیُؤْمِنُوْا بِیْ لَعَلَّهُمْ یَرْشُدُوْنَ.

(হে নবী!) আমার বান্দাগণ যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন (আপনি তাদেরকে বলুন,) আমি তো নিকটেই। কেউ  যখন  আমাকে  ডাকে, আমি  তার  ডাকে সাড়া দিই। সুতরাং তারাও আমার (আনুগত্যের) ডাকে সারা দিক এবং আমার প্রতি ঈমান আনুক, যাতে তারা সঠিক পথে এসে যায়। -সূরা বাকারা (২) : ১৮৬

সুতরাং দুআ কবুল করার ব্যাপারে আল্লাহর ওয়াদা রয়েছে। এতে সময়, স্থান ও অবস্থার কোনো ভেদাভেদ নেই। বান্দা যে অবস্থায় এবং যে সময়ই বিনয়ের সাথে আল্লাহর দিকে রুজু হয় এবং কায়মনোবাক্যে তাঁর নিকট নিজের আরজি পেশ করে, আল্লাহ তাআলা তা শোনেন এবং কবুল করেন।

দুআ কবুলের এই প্রতিশ্রুতি দয়াময় আল্লাহর বিশেষ অনুগ্রহ। এই অনুগ্রহকে তিনি আরো বৃদ্ধি করেছেন-  দিন-রাতের বিশেষ কিছু অংশকে সম্মানিত করেছেন এবং সে সময়গুলোতে দুআ কবুলের অতিরিক্ত আশ্বাস দিয়েছেন। ফলে এসব মুহূর্তকে কাজে লাগিয়ে আমরা আরো বেশি উপকৃত হতে পারি এবং আল্লাহ তাআলার কাছ থেকে নিজের প্রয়োজন চেয়ে নিতে পারি।

দুআ কবুলের ১২টি সময়

দিন ও রাতের বিভিন্ন অংশে দুআ কবুলের কথা বিভিন্ন হাদীসে বর্ণিত হয়েছে। যেমন-

এক. ফরয নামাযের শেষে

আবু উমামা রা. বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম-

يَا رَسُولَ اللهِ: أَيُّ الدُّعَاءِ أَسْمَعُ؟

হে আল্লাহর রাসূল! কোন্ সময়ের দুআ সবচেয়ে বেশি কবুল হয়

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন-

جَوْفَ اللَّيْلِ الآخِرَ، وَدُبُرَ الصَّلَوَاتِ الْمَكْتُوبَاتِ.

রাতের শেষ প্রহরে এবং ফরয নামাযের শেষে। -জামে তিরমিযী, হাদীস ৩৪৯৯; সুনানে কুবরা, নাসায়ী, হাদীস ৯৮৫৬

এই হাদীস থেকে জানা যায়, দুই সময়ে দুআ অধিক কবুল হয়। একটি হল, ফরয নামাযের শেষে দুআ করা। ফরয নামাযের শেষে দুআ করলে তা কবুল করা হয়। তাই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সঙ্গে সে সময় দুআ করতেন। মুগীরা ইবনে শুবা রা. বলেন-

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُوْ فِيْ دُبُرِ صَلَاتِهِ.

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযের শেষে দুআ করতেন। -আততারীখুল কাবীর, বুখারী ৬/৮০; আদদিরায়া, ইবনে হাজার ১/২২৫

এখানে একটা বিষয় খোলাসা হওয়া দরকার। তা হল, হাদীসটিতে ফরয নামাযের শেষে দুআ কবুলের আশ্বাস দেওয়া হয়েছে। নামাযের শেষে বলে কোন্ সময় বোঝানো হয়েছে? এই প্রশ্নের উত্তর হল- মুহাদ্দিসীনে কেরাম এর দুটি ব্যাখ্যা করেছেন।

১. নামাযের শেষাংশ তথা সালাম ফেরানোর পূর্বের সময়। নামাযের শেষ বৈঠকে তাশাহ্হুদ ও দরূদ শরীফ পড়ার পর এবং সালাম ফেরানোর আগে যে সময় আমরা প্রসিদ্ধ দুআ মাছূরা পড়ি সে সময় দুআ করা। 

২. নামায শেষ করার পর তথা ফরয নামাযের সালাম ফেরানোর পরে দ্আু করা।

উভয় ব্যাখ্যা হাদীস শরীফ দ্বারা সমর্থিত। উভয় সময়েই দুআ করার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন, উম্মতকে এর প্রতি উৎসাহ দিয়েছেন এবং সে সময় পড়ার জন্য সুসংক্ষিপ্ত ও মর্মসমৃদ্ধ অনেক দুআ তিনি শিক্ষা দিয়েছেন।

যাইহোক, হাদীসটি থেকে জানা গেল, নামাযের শেষে তথা সালাম ফেরানোর আগে এবং সালাম ফেরানোর পর দুআ কবুল হওয়ার বিশেষ একটি সময়।

 দুই. রাতের শেষ প্রহরে 

উপরে আবু উমামা রা. থেকে বর্ণিত হাদীসে এসেছে, দুই সময়ের দুআ অধিক কবুল হয়। একটি হল-

جَوْفَ اللَّيْلِ الآخِرَ.

রাতের শেষ প্রহরে। -জামে তিরমিযী, হাদীস ৩৪৯৯; সুনানে কুবরা, নাসায়ী, হাদীস ৯৮৫৬

বিষয়টি আরো একাধিক হাদীসে বর্ণিত হয়েছে। এক হাদীসে এসেছে, আবদুল্লাহ ইবনে ওমর রা. বলেছেন-

قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيه وَسَلَّم: أَيُّ اللَّيْلِ أَجْوَبُ؟

জনৈক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, রাতের কোন্ সময়টিতে দুআ করলে অধিক কবুল হয়?

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

جَوْفُ اللَّيْلِ الآخِرِ.

রাতের শেষ সময়। -মুসনাদে বায্যার, হাদীস ৬১৬৭; মুসনাদে আবু ইয়ালা, হাদীস ৫৬৮২; মুজামে আওসাত, তবারানী, হাদীস ৩৪২৮

অনুরূপ হাদীস কাব ইবনে র্মুরা বাহযী রা.-ও বর্ণনা করেছেন। তিনি বলেন-

سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَيُّ اللَّيْلِ أَجْوَبُ؟

আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, রাতের কোন্ অংশের দুআ বেশি কবুল হয়?

তিনি বলেছেন-

جَوْفُ اللَّيْلِ الْآخِرِ.

রাতের শেষ প্রহরের দুআ। -মুসনাদে আহমাদ, হাদীস ১৮৮৯৬ 

এসব হাদীস থেকে স্পষ্ট যে, রাতের শেষ অংশ দুআ কবুলের গুরুত্বপূর্ণ সময়। আর তা হবেই না কেন, তখন যে আল্লাহ তাআলার রহমত ও মাগফেরাতের দুয়ার খুলে যায় এবং তাঁর দয়া ও দানের সাগরে জোয়ার আসে! ঐ সময় আল্লাহ তাঁর বান্দার প্রতি রহমতের দৃষ্টি দান করেন। বান্দার দুআ কবুলের জন্য, বান্দার প্রয়োজন পূরণ করার জন্য এবং বান্দাকে ক্ষমা করার জন্য তিনি ডাকতে থাকেন।

আবু হুরায়রা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ يَقُولُ: مَنْ يَدْعُونِي، فَأَسْتَجِيبَ لَهُ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ، مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ.

আমাদের রব আল্লাহ তাবারাকা ওয়াতাআলা প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, কেউ আছে কি, আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব! কেউ আছে কি, আমার কাছে (প্রয়োজনাদি) চাইবে, আমি তাকে দান করবো! কেউ আছে কি, আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব! -সহীহ বুখারী, হাদীস ১১৪৫; সহীহ মুসলিম, হাদীস ৭৫৮

সহীহ মুসলিম ও অন্যান্য হাদীসগ্রন্থের বর্ণনায় এও এসেছে যে-

فَلَا يَزَالُ كَذَلِكَ حَتَّى يُضِيءَ الْفَجْرُ.

আল্লাহ তাআলা এভাবে সুবহে সাদেক (ফজরের ওয়াক্ত শুরু হওয়া) পর্যন্ত ঘোষণা করতে থাকেন। -সহীহ মুসলিম, হাদীস ৭৫৮; মুসনাদে আহমাদ, হাদীস ৭৫৯২; জামে তিরমিযী, হাদীস ৪৪৬; সুনানে ইবনে মাজাহ, হাদীস ১৩৬৬

তিন. রাতে ঘুম ভাঙলে

আমরা যারা দুর্বল, শেষ রাতে জাগতে পারি না, তাদের জন্যও রয়েছে বিশেষ সুযোগ। প্রায় সকলেরই রাতে কখনো না কখনো ঘুম ভাঙে। ঘুম ভাঙার সাথে সাথে অন্য কোনো কথা না বলে সহজ কয়েকটি কালিমা পড়ে এর পর যে দুআই করব আল্লাহ তাআলা কবুল করবেন।

উবাদা ইবনে সামেত রা. বর্ণনা করেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

مَنْ تَعَارَّ مِنَ اللَّيْلِ، فَقَالَ: لاَ إِلهَ إِلَّا اللهُ وَحْدَهٗ  لاَ شَرِيْكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ، وَهُوَ عَلى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، الحَمْدُ لِلهِ، وَسُبْحَانَ اللهِ، وَلاَ إِلهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ، وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلَّا بِاللهِ، ثُمَّ قَالَ: اللّهُمَّ اغْفِرْ لِي، أَوْ دَعَا، اسْتُجِيبَ لَهٗ، فَإِنْ تَوَضَّأَ وَصَلَّى قُبِلَتْ صَلاَتُهُ.

রাতে ঘুম ভাঙলে বা জাগ্রত হয়েই যে ব্যক্তি এই কালিমাগুলি বলবে-

لَا إِلهَ إِلَّا اللهُ وَحْدَهٗ، لَا شَرِيكَ لَهٗ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلى كُلِّ شَيْءٍ قَدِيرٌ. سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلهِ، وَلَا إِلهَ إِلَّا اللهُ وَاللهُ أَكْبَرُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ.

[আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তিনি এক, তাঁর কোনো শরীক নেই। রাজত্ব কেবল তাঁরই এবং প্রশংসাও কেবল তাঁর। তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। সমস্ত প্রশংসা আল্লাহরতিনি ব্যতীত কোনো ইলাহ নেই। আল্লাহ সবার বড়। আল্লাহর সাহায্য ব্যতীত (গোনাহ ও অমঙ্গল থেকে) কেউ বাঁচতে পারে না এবং কেউ (নেক ও ভালো কাজের) শক্তি রাখে না।]

এরপর বলবে-

اللّهُمَّ اغْفِرْ لِي.

(হে আল্লাহ! আমাকে মাফ করে দিন)

বা অন্য কোনো দুআ করবে, তার দুআ কবুল করা হবে।

এরপর যদি ওযু করে নামায পড়ে তাহলে তার নামায কবুল করা হবে। -সহীহ বুখারী, হাদীস ১১৫৪; সুনানে আবু দাউদ, হাদীস ৫০৬০; মুসনাদে আহমাদ, হাদীস ২২৬৭৩

চার. আযানের সময়

সাহ্ল ইবনে সাদ রা. বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

ثِنْتَانِ لَا تُرَدَّانِ، أَوْ قَلَّمَا تُرَدَّانِ الدُّعَاءُ عِنْدَ النِّدَاءِ، وَعِنْدَ الْبَأْسِ حِينَ يَلْحَمُ بَعْضُهُمْ بَعْضًا.

দুই সময়ের দুআ ফেরত দেওয়া হয় না অথবা (তিনি বলেছেন,) খুব কমই ফেরত দেওয়া হয়-

১. আযানের সময়।

২. জিহাদের সময়, যখন তুমুল লড়াই চলতে থাকে।

-সুনানে আবু দাউদ, হাদীস ২৫৪০; সহীহ ইবনে খুযায়মা, হাদীস ৪১৯; সহীহ ইবনে হিব্বান, হাদীস ১৭২০

আনাস রা. থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

إذا نودي بالصلاة، فتحت أبواب السماء، واستجيب الدعاء.

যখন নামাযের জন্য আযান দেওয়া হয় তখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং দুআ কবুল করা হয়। -মুসনাদে আবু দাউদ ত্বয়ালিসী, হাদীস ২২২০; মুসনাদে আবু ইয়ালা, হাদীস ৪০৭২

জাবের রা. থেকেও বর্ণিত হয়েছে যে, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

إذا ثوب بالصلاة، فتحت أبواب السماء، واستجيب الدعاء.

যখন নামাযের জন্য আহ্বান করা হয় তখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং দুআ কবুল করা হয়। -মুসনাদে আহমাদ, হাদীস ১৪৬৮৯

পাঁচ. আযানের জবাব দেওয়ার পর

আযানের সময় করণীয় পাঁচটি আমলের কথা হাদীস শরীফে বর্ণিত হয়েছে। একটি হল- আযানের জবাব দেওয়া তথা মুআয্যিনের সাথে সাথে আযানের কালিমাসমূহ উচ্চারণ করা। আযানের জবাব দেওয়ার একটি ফযীলত হল- তার পরে দুআ কবুল হয়। আবদুল্লাহ ইবনে আমর রা. বলেন-

أَنَّ رَجُلًا، قَالَ: يَا رَسُولَ اللهِ إِنَّ الْمُؤَذِّنِينَ يَفْضُلُونَنَا، فَقَالَ: رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: قُلْ كَمَا يَقُولُونَ فَإِذَا انْتَهَيْتَ فَسَلْ تُعْطَهْ.

এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ! মুআয্যিনগণ (আযান দিয়ে) আমাদের ওপর শ্রেষ্ঠত্ব অর্জন করে নিচ্ছেন। (আমাদেরও এমন কোনো আমল বলে দিন।)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুয়ায্যিনেরা যা বলে তোমরাও তা বল। এরপর দুআ কর, তোমার দুআ কবুল করা হবে। -সুনানে আবু দাউদ, হাদীস ৫২৪

ছয়. আযান ও ইকামতের মধ্যবর্তী সময়

দুআ কবুলের বিশেষ একটি মুহূর্ত হল- আযান ও ইকামতের মধ্যবর্তী সময়। হাদীস শরীফের ভাষ্য মতে ঐ সময়ের দুআ ফেরত দেওয়া হয় না। আনাস ইবনে মালেক রা. বর্ণনা করেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

إن الدعاء لا يرد بين الأذان والإقامة، فادعوا.

আযান ও ইকামতের মাঝের সময় যে দুআ করা হয় তা ফিরিয়ে দেওয়া হয় না। তাই (ঐ সময়) তোমরা দুআ করো। -মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস ৮৫৫২; মুসনাদে আহমাদ, হাদীস ১২৫৪৮; সহীহ ইবনে খুযায়মা, হাদীস ৪২৫; সহীহ ইবনে হিব্বান, হাদীস ১৬৯৬

সাত. জিহাদের সময়, যখন তুমুল লড়াই চলতে থাকে

দুআ কবুলের একটি সময় হল, কাফেরদের মোকাবেলায় ভীষণ যুদ্ধ চলাকালে দুআ করা। উপরে সাহ্ল ইবনে সাদ রা.-এর হাদীসে পড়েছেন, দুই সময় দুআ করলে তা ফিরিয়ে দেওয়া হয় না; আযানের সময় এবং রণক্ষেত্রে তুমুল লড়াই চলাকালে। হাদীসটির আরেক বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

سَاعَتَانِ تُفْتَحُ فِيهِمَا أَبْوَابُ السَّمَاءِ وَيُسْتَجَابُ فِيهِمَا الدُّعَاءُ عِنْدَ الْأَذَانِ بِالصَّلَاةِ وَعِنْدَ الصَّفِّ فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ.

দুই সময় আসমানের দরজা খুলে দেওয়া হয় এবং দুআ কবুল করা হয়; আযানের সময় এবং জিহাদের ময়দানে সারিবদ্ধ অবস্থায়। -কিতাবুদ দুআ, তবারানী, হাদীস ৪৮৯; সহীহ ইবনে হিব্বান, হাদীস ১৭২০, ১৭৬৪

আট. সিজদারত অবস্থায়

আবু হুরায়রা রা. বর্ণনা করেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

أَقْرَبُ مَا يَكُونُ الْعَبْدُ مِنْ رَبِّهِ، وَهُوَ سَاجِدٌ، فَأَكْثِرُوا الدُّعَاءَ.

বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয় সিজদারত অবস্থায়। তাই তখন বেশি বেশি দুআ করো। -সহীহ মুসলিম, হাদীস ৪৮২; সুনানে আবু দাউদ, হাদীস ৮৭৫; সুনানে নাসায়ী, হাদীস ১১৩৭

এই ধরনের হাদীস আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকেও বর্ণিত হয়েছে। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

أَلَا وَإِنِّي نُهِيتُ أَنْ أَقْرَأَ الْقُرْآنَ رَاكِعًا أَوْ سَاجِدًا، فَأَمَّا الرُّكُوعُ فَعَظِّمُوا فِيهِ الرَّبَّ عَزَّ وَجَلَّ، وَأَمَّا السُّجُودُ فَاجْتَهِدُوا فِي الدُّعَاءِ، فَقَمِنٌ أَنْ يُسْتَجَابَ لَكُمْ.

শুনে রাখো, আমাকে রুকু ও সিজদায় কুরআন পড়তে নিষেধ করা হয়েছে। সুতরাং রুকুতে তোমরা রবের সম্মানপ্রকাশক তাসবীহ পড়ো আর সিজদায় অধিক পরিমাণে দুআ করো। কেননা, সিজদা অবস্থায় দুআ করলে তা কবুল হওয়ারই অধিক উপযুক্ত। -সহীহ মুসলিম, হাদীস ৪৭৯; সুনানে আবু দাউদ, হাদীস ৮৭৬

নয় ও দশ. রোযা ও সফর অবস্থায়

মুসাফির যতক্ষণ সফরের হালতে থাকে এবং রোযাদার ব্যক্তি যতক্ষণ রোযা অবস্থায় থাকে, যে দুআ করে আল্লাহ তাআলা কবুল করেন। হাদীস শরীফের বক্তব্য অনুযায়ী তাদের দুআ ফেরত দেওয়া হয় না। আনাস ইবনে মালেক রা. বলেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-

ثلاث دعوات لا ترد: دعوة الوالد، ودعوة الصائم، ودعوة المسافر.

তিনটি দুআ ফিরিয়ে দেওয়া হয় না। পিতার দুআ, রোযাদারের দুআ এবং মুসাফিরের দুআ। -সুনানে কুবরা, বায়হাকী ৩/৩৪৫; আলআহাদীসুল মুখতারা ২০৫৭

এগারো. জুমার দিনের বিশেষ মুহূর্তে দুআ করা

জুমার দিন একটি বিশেষ সময় আছে বান্দা তখন যে দুআ করবে আল্লাহ তাআলা তা-ই কবুল করবেন। মুমিন ব্যক্তি আল্লাহর কাছে যা চাইবে, আল্লাহ তাআলা তা-ই দান করবেন। অনেক হাদীসে এই সুসংবাদ দেওয়া হয়েছে। আবু হুরায়রা রা. বলেন-

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ يَوْمَ الجُمُعَةِ، فَقَالَ: >فِيهِ سَاعَةٌ، لاَ يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ، وَهُوَ قَائِمٌ يُصَلِّي، يَسْأَلُ اللهَ تَعَالَى شَيْئًا، إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ< وَأَشَارَ بِيَدِهِ يُقَلِّلُهَا.

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিনের বিষয়ে আলোচনা করছিলেন। তখন বলেছেন, এইদিন একটা সময় আছে, কোনো মুসলিম যদি ঐ সময়ে নামায আদায় করে এবং আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাকে অবশ্যই তা দান করবেন।

(আবু হুরায়রা রা. বলেন,) এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করেছেন যে, ঐ মুহূর্তটা অতি অল্প সময়। -সহীহ বুখারী, হাদীস ৯৩৫; সহীহ মুসলিম, হাদীস ৮৫৩

মুসলিম শরীফের এক বর্ণনায় স্পষ্ট এসেছে-

وَهِيَ سَاعَةٌ خَفِيفَةٌ.

সে মুহূর্তটি খুব সামান্য সময়। -সহীহ মুসলিম, হাদীস ৮৫২

জাবের ইবনে আবদুল্লাহ রা. বলেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

يَوْمُ الْجُمُعَةِ اثْنَتَا عَشْرَةَ سَاعَةً، وَلَا يُوجَدُ عَبْدٌ مُسْلِمٌ يَسْأَلُ اللهَ شَيْئًا إِلَّا آتَاهُ اللهُ...فَالْتَمِسُوهَا آخِرَ السَّاعَةِ بَعْدَ الْعَصْرِ.

জুমার দিনের বারো ভাগ। (এর মধ্যে একটি সময় আছে, যাতে) মুসলিম বান্দা আল্লাহ তাআলার কাছে যা প্রার্থনা করবে আল্লাহ তাআলা তাকে তা-ই দান করবেন। সুতরাং তোমরা সে সময়টি অনুসন্ধান করো আসরের পর দিনের শেষ অংশটিতে। -মুস্তাদরাকে হাকেম, হাদীস ১০৩২; সুনানে আবু দাউদ, হাদীস ১০৪৮; সুনানে নাসায়ী, হাদীস ১৩৮৯   

জুমার দিনের যে সময়টিতে দুআ কবুলের নিশ্চয়তা দেওয়া হয়েছে সেটা কোন্ সময়? ওপরের হাদীসটিতে আসরের পরের কথা বিবৃত হয়েছে। তবে অন্যান্য হাদীস ও আছার থেকে আরো বিভিন্ন সময়ের কথা জানা যায়। এসব হাদীস ও আছারের ভিত্তিতে ওলামায়ে কেরাম থেকে জুমার দিনের দুআ কবুলের সময় সম্পর্কে অনেক মত বর্ণিত হয়েছে। হাফেয ইবনে হাজার রাহ. ৪৩টি মত উল্লেখ করেছেন। দ্রষ্টব্য : ফতহুল বারী ২/৪১৬-৪২১

সবগুলো মত উল্লেখ করার পর হাফেয ইবনে হাজার রাহ. বলেন-

وَلَا شَكَّ أَنَّ أَرْجَحَ الْأَقْوَالِ الْمَذْكُورَةِ حَدِيثُ أَبِي مُوسَى وَحَدِيثُ عَبْدِ اللهِ بْنِ سَلَامٍ كَمَا تَقَدَّمَ قَالَ الْمُحِبُّ الطَّبَرِيُّ أَصَحُّ الْأَحَادِيثِ فِيهَا حَدِيثُ أَبِي مُوسَى وَأَشْهَرُ الْأَقْوَالِ فِيهَا قَوْلُ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ

এখানে হাফেয ইবনে হাজার রাহ. যা বলেছেন এর সারমর্ম হল- এই সব মতের মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম মত দুইটি : 

১. খতীব খুতবা দেওয়ার জন্য মিম্বরে ওঠার পর থেকে নামায শেষ করা পর্যন্ত। এ সময়ের কথা আবু মূসা আশআরী রা.-এর হাদীসে উল্লেখিত হয়েছে।

২. আসরের নামাযের পর থেকে সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। এ সময়ের কথা আবদুল্লাহ ইবনে সালাম রা.-এর হাদীসে বর্ণিত হয়েছে।

মুহিব্বুদ্দীন আবুল আব্বাস তবারী রাহ. বলেছেন, আবু মূসা আশআরী রা. থেকে বর্ণিত হাদীসটি সবচে বিশুদ্ধ আর আবদুল্লাহ ইবনে সালাম রা. থেকে বর্ণিত মতটি সবচে প্রসিদ্ধ। (দ্রষ্টব্য : ফতহুল বারী ২/৪২১)

সুতরাং উচিত হল, জুমার দিন উক্ত দুই সময়েই দুআর এহতেমাম করা।  ইমাম আবু উমর ইবনে আবদুল বার রাহ. বলেছেন-

প্রত্যেক মুসলিমের উচিত, তার দ্বীন-দুনিয়ার যাবতীয় বিষয়ের জন্য কবুলের আশা নিয়ে এই দুই সময়ে গুরুত্বের সাথে দুআ করা। তাহলে ইনশাআল্লাহ সে আশাহত হবে না। -আততামহীদ ১৯/২৪

বারো. মুসলিম যখন অপর মুসলিমের জন্য দুআ করে

আমাদের যখন কোনো জিনিসের দরকার হয় তখন অপর মুসলিম ভাইদের জন্য ঐ জিনিসটার দুআ করব। তাহলে আল্লাহ আমাদের মাথার ওপর একজন ফিরিশতা নিযুক্ত করে দেবেন। সেই ফিরিশতা আমার জন্য দুআ করতে থাকবেন, বলবেন- আল্লাহ তোমাকেও অনুরূপ দান করুন।

আবুদ দারদা রা. বলেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

مَا مِنْ مُسْلِمٍ يَدْعُو لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ إِلَّا قَالَ الْمَلَكُ: وَلَكَ بِمِثْلٍ، وَلَكَ بِمِثْلٍ.

যখন কোনো ব্যক্তি তার মুসলিম ভাইয়ের জন্য তার পশ্চাতে দুআ করে তখন তার সাথে নিযুক্ত ফিরিশতা বলতে থাকেন, আল্লাহ তোমাকেও অনুরূপ দান করুন। আল্লাহ তোমাকেও অনুরূপ দান করুন। -সহীহ ইবনে হিব্বান, হাদীস ৯৬৯; সহীহ মুসলিম, হাদীস ২৭৩২

হাদীসটি থেকে স্পষ্ট, যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দুআ করবে, ফিরিশতাগণ তার জন্য দুআ করবেন। আর ফিরিশতাগণ হলেন মাসূম, নিষ্পাপ, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা। সুতরাং তাদের দুআ কবুল হওয়াই স্বাভাবিক।

আরেক হাদীসে বিষয়টি আরো স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। উম্মুদ দারদা রা. বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

دَعْوَةُ الْمَرْءِ الْمُسْلِمِ لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ مُسْتَجَابَةٌ، عِنْدَ رَأْسِهِ مَلَكٌ مُوَكَّلٌ كُلَّمَا دَعَا لِأَخِيهِ بِخَيْرٍ، قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ: آمِينَ وَلَكَ بِمِثْلٍ.

কোনো মুসলিমের জন্য তার অগোচরে যে দুআ করা হয় সে দুআ কবুল। অগোচরে দুআকারীর মাথার নিকট একজন ফিরিশতা নিয়োজিত থাকেন। যখনই সে আপন ভাইয়ের জন্য দুআ করে তখনই নিয়োজিত ফিরিশতা বলেন, আল্লাহ কবুল করুন এবং তোমাকেও অনুরূপ দান করুন। -সহীহ মুসলিম, হাদীস ২৭৩৩; সুনানে ইবনে মাজাহ, হাদীস ২৮৯৫ 

 

advertisement