Jumadal Ula-Jumadal Akhirah 1445   ||   December 2023

রুকুর ভিত্তিহীন ফযীলত
শরীরের ওজন পরিমাণ স্বর্ণ সদকা করার সওয়াব...

অনেক মানুষকেই বলতে শোনা যায়- একটি রুকুর অনেক মূল্য। বান্দা যখন রুকু করে, তখন নিজের শরীরের ওজন পরিমাণ স্বর্ণ সদকাহ করার সওয়াব পায়।

কিছুদিন আগে একটি  জাতীয় দৈনিকের ধর্ম-দর্শনপাতায়ও বর্ণনাটি দেখা গেল। সেখানে এ বর্ণনার সাথে রুকুর ফযীলত বিষয়ে আরো বর্ণনা উল্লেখ করা হয়েছে। সেখানে আছে-

বান্দা যখন রুকুর তাসবীহ বলে, তখন সমস্ত আসমানী কিতাব তিলাওয়াত করার সওয়াব পায়।

বান্দা যখন রুকু থেকে ওঠে, তখন তাকে আল্লাহ তাআলা বিশেষ রহমতের দৃষ্টিতে তাকান।

রুকু নামাযের গুরুত্বপূর্ণ রোকন ও ফরয আমল। কুরআন কারীমে খোদ নামাযকেই রুকু শব্দ দ্বারা ব্যক্ত করা হয়েছে; কিন্তু কুরআন-হাদীসের কোথাও রুকুর এসব ফযীলত ও সওয়াবের কথা পাওয়া যায় না। উপরোক্ত সবগুলো বর্ণনাই বানোয়াট ও ভিত্তিহীন। 

 

advertisement