Zilhajj 1444   ||   July 2023

খবর অতঃপর

* বিচার বেচাকেনা করা ডাকাতির চেয়েও খারাপ : প্রধান বিচারপতি

প্রথম আলো, ৩ মে ২০২৩

# সমস্যা হল, সে খারাপ কাজটিই হাল আমলে অনেকে করে ফেলেন।

 

* মার্কিন ভিসা নীতিতে বিএনপির মুখ শুকিয়ে গেছে : ওবায়দুল কাদের

বণিক বার্তা, ২২ মে ২০২৩

# আপনাদের কারও মুখ শুকায় তো কারও গলা শুকায়। কিন্তু সাধারণ জনগণের এতে কিছুই যায় আসে না। তাদের চিন্তা বরং নিজ পরিবার, সমাজ এবং সর্বোপরি নিজ মাতৃভূমি বাংলাদেশ নিয়ে।

 

* কীভাবে সুষ্ঠু নির্বাচন হয় তা দেখিয়ে দেওয়া হবে : ওবায়দুল কাদের

বাসস, ২৩ মে ২০২৩

# হাঁ, এর আগে ২০১৪ ও ২০১৮ সনে যেভাবে দেখিয়ে দেওয়া হয়েছে।

 

* পিস্তল হাতে মিছিলে সংসদ সদস্য মোস্তাফিজ

প্রথম আলো, ২৩ মে ২০২৩

# জাত পরিচয় তো আর সবসময় গোপন রাখা যায় না।

 

* মন্ত্রীর পরিবারের পকেটে ঢুকবে শত কোটি টাকা

বেশি মূল্যে অধিগ্রহণের টাকা ধরার ফাঁদ। ইডিসিএল প্রকল্পের প্রস্তাবিত জমি নামে বেনামে কেনেন স্বাস্থ্যমন্ত্রীর আত্মীয়স্বজন। জমির শ্রেণি পরিবর্তন কারসাজিতে ডিও দেন মন্ত্রী, দাম বাড়ছে কয়েক গুণ

যুগান্তর, ২৩ মে ২০২৩

# শত কোটি আর তেমন কী! হাজার কোটি হলে না ভাবনার ছিল।

 

* ক্রিকেট খেলার কথা বলে মালয়েশিয়া যান ২৭ জন, ফিরেছেন মাত্র দুজন

প্রথম আলো, ২৩ মে ২০২৩

# এখন বোঝা গেল, মালয়েশিয়া ইমিগ্রেশন কেন মাঝে মাঝে বাংলাদেশী যুবকদের সে দেশে ভিজিট ভিসায় ঢুকতে বাধা দেয়।

 

* ভয় পাবেন না, আমরা অর্থনৈতিকভাবে স্বাস্থ্যবান আছি : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

ইত্তেফাক, ২৪ মে ২০২৩

# হাঁ, ঠিক যেভাবে ভেতরে বিভিন্ন রোগে আক্রান্ত উপরে নাদুস-নুদুস মোটা মানুষকে বাহ্যিকভাবে স্বাস্থ্যবান দেখায়।

 

* ডলার সংকটে জ্বালানির মূল্য পরিশোধে সমস্যা, বাংলাদেশে তেল না পঠানোর হুমকি

প্রথম আলো, ২৩ মে ২০২৩

# এবার বোঝা গেল একটু আগে পরিকল্পনামন্ত্রীর বলা স্বাস্থ্যবান শব্দের অর্থ।

 

* রেকর্ড দামে বিক্রি হলো টিপু সুলতানের তলোয়ার

নয়াদিগন্ত, ২৬ মে ২০২৩

# আর সে টিপু সুলতানের সকল অবদান ও ঐতিহ্য-আলামত মুছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার।

 

* ১৩ বছরে সৌদির বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বনিম্ন

বাংলাদেশ প্রতিদিন, ৩০ মে ২০২৩

# অথচ সৌদি নতুন প্রজন্মকে নতুন নতুন মিশন ও ভিশন দেখিয়ে এমন প্রচারণা চালানো হচ্ছে, যেন সৌদি আরব ইতিহাসের সর্বোচ্চ অর্থনৈতিক উন্নত জায়গায় অবস্থান করছে। প্রতিদিনই সেখানে এমবিএসের তাবেদার মিডিয়াগুলো নতুন নতুন উন্নয়নের গল্প এঁকে থাকে। আর এটি শুধু  সে দেশেরই ঘটনা নয়, বরং বিশে^র বহু দেশের জবরদস্তি ক্ষমতা আঁকড়ে থাকা লোকেরা একই পথে হাঁটছে। উপরে উন্নয়নের রংবেরংয়ের ফানুস আর ভেতরে শুধুই ফাঁকা কলসি।

 

* মাঝ-আকাশে বিমানে মারামারি!

ভারতের বেসরকারি বিমানসংস্থা এয়ার ইন্ডিয়ার এক ফ্লাইটে মাঝ-আকাশে বিমানকর্মীদের সঙ্গে যাত্রীর মারামারির ঘটনা ঘটেছে। সোমবার গোয়া থেকে নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে কথা কাটাকাটি থেকে মারামারির ঘটনা ঘটে।

গোয়া থেকে দিল্লি যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার এআই-৮৮২ ফ্লাইট। ওই ফ্লাইটে বিমানের কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে এক পুরুষ যাত্রীর বিরুদ্ধে।

যুগান্তর, ৩১ মে ২০২৩

# মুসলমানদের উপর নির্যাতন করতে করতে মোদি সাহেবের গেরোয়া শিবিরের হাত বিমানের ভেতরে গেলেও শান্ত থাকতে পারে না। ভারতীয় লোকদের মাঝ-আকাশে মারামারি ও অসদাচরণের ঘটনা এটিই প্রথম নয়।

 

* এক দিনে হাজার কোটি ডলার হারিয়েছেন  বিশ্বের শীর্ষ ধনী

বণিক বার্তা, ২৪ মে ২০২৩

* ফের বিশ্বের শীর্ষ ধনী ইলোন মাস্ক

বণিক বার্তা, ১ জুন ২০২৩

# শেয়ার বাজারগুলোর তেলেসমাতি আচরণ আজকে একজনকে শীর্ষ ধনী বানায়, তো কালকে অন্যজনকে। কোম্পানিগুলোর ব্যবসার অবস্থা স্বাভাবিক থাকলেও আনুষঙ্গিক কিছু কারণে শেয়ার বাজারগুলোতে তাদের প্রতিষ্ঠানের শেয়ারমূল্য বেড়ে-কমে গেলেই শীর্ষ ধনীদের তালিকায় তাদের উঠানামার হিসাব চলে আসে।

 

* স্মার্ট না বেহাল অর্থনীতির সূচনা?

বাজেট সংবাদের শিরোনাম

বণিক বার্তা, ২ জুন ২০২৩

# কথাটা এভাবেও বলা যায়- স্মার্ট বেহাল আর্থিক পরিস্থিতির সূচনা।

 

* আমেরিকায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে হাজার হাজার লোক চাকরি হারিয়েছেন

এক্সপ্রেস নিউজ, ৪ জুন ২০২৩

# এটি মাত্র এআই-এর পার্শ্বপ্রতিক্রিয়ার শুরু। আগে আগে দেখিয়ে হোতা হায় কিয়া!

 

* মেয়র তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদন

একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের দেওয়া এমন বক্তব্যকে কেন্দ্র করে আদালত অবমাননার অভিযোগ তুলে আবেদন করা হয়েছে।

প্রথম আলো, ৪ জুন ২০২৩

এত্ত বড় ব্যক্তির বিরুদ্ধে আনা আবেদনের কি সাড়া পাওয়া যাবে? এখনও তো কোনো লক্ষণ দেখা যায়নি।

 

* নির্বাচনের আগে হয়রানিমূলক মামলা নয় : আইনমন্ত্রী আনিসুল হক

ইত্তেফাক, ৮ জুন ২০২৩

# তাহলে কি হয়রানিমূলক মামলা কোনো সময় বৈধ, কোনো সময় অবৈধ?

 

* তফাজ্জল হোসেন মানিক মিয়া : বিবেকি সাংবাদিকতা ও রাজনীতির পথিকৃৎ

ইত্তেফাক, ৫ জুন ২০২৩

# আর মানিক মিয়ার পরবর্তী ইত্তেফাক ও তার উত্তরাধীকারিগণ?

 

* খুলনা শহরে ভোটের শেষে ফিরেছে লোডশেডিং, অতিষ্ঠ নগরবাসী

প্রথম আলো, ১৪ জুন ২০২৩

# এ যেন ভোটকেন্দ্রে প্রবেশের পূর্বে গরমে নাজেহাল ভোটারকে পানির বদলে সেভেন আপ দেওয়া। আর ভোট দিয়ে ফেরার পর একই নির্বাচনী কেন্দ্রে আরেকটি সেভেন আপ চাইতে গেলে সাদা পানি দেওয়া। সাদাসিধে সরল ভোটারটির প্রশ্ন ছিল, ভাই, ভোটের আগে যে পানি দিয়েছিলেন সেটি ফস করেছিল। এই পানি তো ফস করে না?

দলীয় প্রচারকদের সোজা জবাব, ভোটের আগে ফস করে, পরে করে না। এভাবে জনগণ আর কত দিন প্রতারিত হতে থাকবে?

 

advertisement