Safar 1432   ||   January 2011

মিন আদাবিল ইসলাম -৪

শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহ.

নিজের বাড়িতে বা কারো সাথে সাক্ষাতের জন্য গেলে ঘরে প্রবেশের সময় দৃষ্টি ও কণ্ঠস্বর সংযত রাখবে এবং ভদ্রতা বজায় রাখবে। নির্ধারিত জায়গায় জুতা খুলে গুছিয়ে রাখবে। জুতা এলোমেলো করে রাখবে না। জুতা পরার ও খোলার আদবের দিকেও খেয়াল রাখবে। পরিধান করার সময় আগে ডান পা এবং খোলার সময় বাম পা। ডান পায় আগে জুতা পরা হবে এবং খোলার সময় পরে খোলা হবে।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জুতা পরার সময় ডান থেকে শুরু করবে আর খোলার সময় বাম থেকে।

নিজের বা অপরের বাড়িতে ঢোকার আগে জুতায় ময়লা আছে কি না দেখে নাও। যদি থাকে তাহলে মাটিতে ঘরে বা অন্য কোনো ভাবে পরিষ্কার কর। কারণ ইসলামে পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব অনেক বেশি।

কারো বাড়িতে গেলে বসার জায়গা নিয়ে উচ্চবাচ্য করবে না। মেজবান যেখানে বসতে বলে সেখানেই বসবে। কারণ তোমার পসন্দমতো জায়গায় বসলে বাড়ির লোকদের চলাচলে বিঘ্ন ঘটতে পারে কিংবা ঘরের অন্দরে দৃষ্টি পড়তে পারে। অতএব মেজবানের আদেশ পালন করাই কর্তব্য। তদ্রূপ মেজবান যদি কোনোভাবে তোমাকে সম্মান করেন তাহলে তা গ্রহণ কর। 

বিশিষ্ট সাহাবী হযরত আদী ইবনে হাতিম আততাঈ রা.-এর ইসলাম গ্রহণের ঘটনায় আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বালিশে বসতে দিলেন। আর নিজে বসেছেন মাটিতে। আদী বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে ঘরে ঢুকলেন এবং চামড়ার একটি বালিশ আমার দিকে ঠেলে দিয়ে বললেন, বস। আমি বললাম, বরং আপনি বসুন। তিনি বললেন, তুমি বসো। তখন আমি বালিশটির বসলাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে বসলেন। হাফেয ইবনে কাছীর রাহ. আল-বিদায়াহ ওয়াননিহায়া কিতাবে (৫/৬৪) হাদীসটি বর্ণনা করেছেন।

খারিজা ইবনে ইয়াযিদ, হযরত মুহাম্মাদ ইবনে সিরীনে রাহ.-এর সঙ্গে সাক্ষাত করতে এসে দেখতে পেলেন তিনি বালিশ পাশে রেখে মাটিতে বসে আছেন। খারিজাও গিয়ে তাঁর পাশে বসতে বসতে বললেন, আপনি নিজের জন্য যা পসন্দ করেন, আমিও তা নিজের জন্যে পসন্দ করছি। ইবনে সিরীন রাহ. বললেন, কিন্তু আমি আমার বাড়িতে আপনার জন্যে তা পসন্দ করি না, যা নিজের জন্য করি। অতএব যেখানে বসতে বলা হয় সেখানেই বসুন। ষ

(চলবে ইনশাআল্লাহ)

 

[অনুবাদে : নাজিবুল্লাহ সিদ্দীকুল্লাহ]

 

advertisement