উম্মত তখন সালাতরত ছিল
রবীউল আউয়াল মাসের সোমবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অত্যন্ত অসুস্থ। মসজিদে আসতে পারেন না। নবীজীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দীক রা. নামায় পড়াচ্ছিলেন। সাহাবায়ে কেরাম জামাতের অবস্থায় ইমামের পিছনে নামাযরত। নবীজী হুজরার পর্দা তুলে তাদের দিকে তাকালেন। তাঁর চেহারা মোবারক ঝলমল করছিল। সাহাবীদেরকে জামাতে নামাযরত দেখে নবীজীর খুব আনন্দ হল, তিনি মুচকি হাসলেন। নবীর মুচকি হাসি দেখে আনন্দে সাহাবীদের নামায ছুটে যাওয়ার উপক্রম হল। আবু বকর রা. মেহরাব থেকে পিছনে চলে আসতে চাইলেন। কিন্তু নবী সা. ইশারায় নামাজ পড়ানো অব্যাহত রাখতে বললেন এবং পর্দা ছেড়ে দিলেন। এদিনই ছিল পৃথিবীতে তাঁর শেষ দিন। এদিনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহর সান্নিধ্যে চলে যান। -সহীহ বুখারী, হাদীস ৬৮০