Shawal-Zilqad 1428   ||   November 2007

একটি ভুল মাসআলা
রোযা শুদ্ধ হওয়ার জন্য কি সাহরী খাওয়া অপরিহার্য

এবার রমযানের শেষ জুমআ ছিল উনত্রিশে রমযান। জুমআর জন্য যাচ্ছিলাম। সিএনজির চালক জিজ্ঞাসা করল, রাতে শোবার সময় রোযার নিয়ত ছিল, কিন্তু সাহরীর সময় ঘুম ভাঙ্গল না। ঘুম যখন ভাঙ্গল তখন সকাল হয়ে গিয়েছে। সাহরী খেতে পারিনি। আমি ইস্তেগফার পড়েছি। এরপর রোযার নিয়ত করেছি। আমার রোযা কি হয়েছে?

আরো মানুষকেও এমন সন্দেহ করতে দেখেছি। তারা যেন রোযা শুদ্ধ হওয়ার জন্য সাহরী খাওয়া অপরিহার্য মনে করেন। অথচ মাসআলা এমন নয়। রোযা শুদ্ধ হওয়ার জন্য নিয়ত করা জরুর, সাহরী খাওয়া জরুরি নয়। অতএব ঘুম বা অন্য কোনো কারণে কেউ যদি সাহরী খেতে না পারে কিংবা কোনো কারণ ছাড়াই সাহরী না খেয়ে থাকে, কিন্তু সে রাতে বা সকালে রোযার নিয়ত করেছে তবে তার রোযা শুদ্ধ হবে।

তবে মনে রাখতে হবে যে, সাহরী খাওয়া সুন্নত এবং অত্যন্ত বরকতের বিষয়। হাদীস শরীফে সাহরী খাওয়ার জন্য এক রকম তাকীদই করা হয়েছে। এজন্য বিনা কারণে সাহরী খাওয়া থেকে বিরত থাকা উচিত নয়। সামান্য পরিমাণে হলেও কিংবা স্বাভাবিক খাবারের বাইরে অন্য কোনো সংক্ষিপ্ত খাবার দ্বারা হলেও সাহরী খাওয়া উচিত।

 

advertisement