Rajab 1428   ||   August 2007

পাঠকের পাতা

বিনা প্রয়োজনে ইংরেজি শব্দ ব্যবহার করা অনুচিত

বর্তমান যামানার আধুনিক শিক্ষায় শিক্ষিত বাঙ্গালীরা বাংলা বলার ফাঁকে ইংরেজি বলাটাকে আভিজাত্য মনে করে, এমন কি মূর্খ লোকদের মাঝেও এ প্রবণতা লক্ষ করার মতো। তবে দুঃখ লাগে যখন মাদরাসার তালিবুল ইলম ভাইদের মাঝে এবং কোনো আহলে ইলমের লেখায় এ ব্যাধি দেখতে পাই।

বাংলাভাষায় যদি প্রকৃত পক্ষে শব্দের অভাব থেকেই থাকে তবুও কি ইংরেজি ব্যবহারে কি কোনো নিয়ম-নীতি নেই? আমার ক্ষুদ্র জ্ঞানে যা আসে তা হল আসলেই যদি বাংলাভাষায়  শব্দের অভাব পূরণার্থে কোনো ভাষার সাহায্য নিতে হয় তাহলে আরবী ভাষার সাহায্য  নেওয়া যায়। এতে রাসূল সা. ও সাহাবা তাবেয়ীদের সঙ্গে সাদৃশ্য হবে। কারণ রাসূল সা. ও সাহাবাদের ভাষা ছিল আরবী। সর্বোপরি কালামুল্লাহ শরীফের ভাষা হল আরবী।

তবে আমি ইংরেজি শেখার সমালোচনা করছি না। বরং ভাষার বিবেচনায় ইংরেজি শেখা দোষণীয় নয়, বরং ক্ষেত্রবিশেষে তা ফরজের মতো গুরুত্ব রাখে। কিন্তু সাধারণ দৈনন্দিন জীবনে, যেখানে বিশেষ কোনো প্রয়োজন নেই, সেখানে কেন আমরা ইংরেজি শব্দ ব্যবহার করব। ইংরেজির সঙ্গে তো আমাদের সম্পর্ক ওই পর্যায়ের নয় যে তা আমাদের ব্যক্তিগত জীবনেও এসে ঢুকে পড়বে। তাই আমাদের উচিত যখন বাংলাভাষায় কথা বলব শুধু বাংলাতেই বলব। সাহায্যের প্রয়োজন হলে আরবীর সাহায্য  নেব, ইংরেজির নয়।

মোহাম্মদ বিন হুসাইন

মাদীনাতুল উলূম সলামিয়া মাদরাসা

আশুগঞ্জ, বি. বাড়িয়া

 

বিভাগটি আরও বড় হোক

মাসিক আলকাউসারকে আমি কতটুকু ভালোবাসি তা লিখে শেষ করা যাবে না।

আলকাউসারের প্রতি আমার এই হৃদয় উজাড় করা ভালোবাসার অনেক কারণ রয়েছে। তার মধ্যে একটি এই যে, আলকাউসারের মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পারি। আমি একজন তালিবুল ইলম। আমার জন্য আলকাউসারের শিক্ষা পরামর্শ বিভাগ অনেক বড় বন্ধু ও রাহবার। তাই আলকাউসার হাতে আসার সঙ্গে সঙ্গেই আমি শিক্ষা পরামর্শ অংশটি পড়তে থাকি। কিন্তু গত সংখ্যায় শিক্ষা পরামর্শ অংশটি খুব ছোট ছিল। আমি আলকাউসারের একজন প্রেমিক হিসাবে আশা করি যেন শিক্ষা পরামর্শ অংশটা আরো বৃহৎ কলেবরে প্রকাশিত হয়। আল্লাহ তাআলা  আলকাউসারকে কবুল করুন।

মুহা. আযিয বিন হাফিয

ফরিদাবাদ মাদরাসা, ঢাকা

 

আপনাদের চিঠি/লেখা পেয়েছি

#  শহীদ হাসান বল্লভপুরী

#  গোলাম মোহাম্মাদ ওমর ফারূক           

     শিবচর, মাদারীপুর।

#  হাবীবা বিনতে আব্দুস সামাদ

     মোমেনশাহী

#  মুহা. যায়েদ সলীমুল্লাহ

#  মুহা. যায়েদ সলীমুল্লাহ

#  মুহা. নাসির উদ্দীন

     লাখাই, হবিগঞ্জ।

 

আলকাউসার ফাউণ্ডেশনের সভা অনুষ্ঠিত

গত ১৯ জুলাই বৃহস্পতিবার বাদ মাগরিব মাসিক আলকাউসার কার্যালয়ে আলকাউসার পাঠক ফোরামের আহ্বায়ক কমিটির এক সভা আলকাউসার সম্পাদক মুফতী আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ফোরামের আহ্বায়ক মাওলানা ইদরীস, সদস্য সচিব মাওলানা নাজমুদ্দীন, আলকাউসারের নির্বাহী সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ, সহ-সম্পাদক মাওলানা যাকারিয়া আবদুল্লাহ। সভায় সর্বসম্মতিক্রমে পাঠক ফোরামের নামকরণ করা হয়-আলকাউসার ফাউন্ডেশন। গঠনতন্ত্রের ধারা-উপধারা চূড়ান্ত করণসহ এ ফাউণ্ডেশনের কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ কিছু নীতিমালার পাশাপাশি আলকাউসার ফাউণ্ডেশনের সদস্য হওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। সে হিসেবে মাসিক আলকাউসার-এর চেতনা ও পয়গামের সঙ্গে একমত পোষণ করে যে সকল পাঠক এই দাওয়াত ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আলকাউসার-এর মান ও সার্কুলেশন বৃদ্ধি এবং এর পাতা আরো গতিশীল করতে আন্তরিক মুহাব্বত ও শ্রম দিতে ইচ্ছুক তাদেরকে নির্ধারিত ফরম পূরণ করে আলকাউসার ফাউণ্ডেশনের সদস্য হওয়ার আবেদন জানাতে অনুরোধ করা হয়েছে। ফরমের একটি নমুনা দেখুন পৃষ্ঠা ৪২ এ। ফাউণ্ডেশনের উল্লেখযোগ্য সংখ্যক প্রাথমিক সদস্যপদ ‍চূড়ান্ত হওয়ার পর নিয়মতান্ত্রিক কেন্দ্রীয়, ঢাকা মহানগরী, জেলা ও থানা পর্যায়ের কমিটি অনুমোদনের নীতিগত সিদ্ধান্ত হয়।

 

 

advertisement