Rajab 1428   ||   August 2007

একটি ভুল ধারণা
সন্তান মারা গেলে মা আছরের পর খেতে পারেন না!

কিছুদিন আগে শুনলাম, কোনো কোনো  অঞ্চলে নাকি একথাও প্রচলিত আছে যে, কোনো মহিলার সন্তান মারা গেলে তিনি  চল্লিশ দিন আছর থেকে মাগরিব পর্যন্ত কোনো খাদ্য বা পানীয় গ্রহণ করতে পারবেন না। চা-নাস্তা বা পান-সুপারীও খেতে পারবেন না। এটা নাকি গুনাহর কাজ এবং এরূপ করলে ভবিষ্যতে তার সন্তান হবে না।

বলাবাহুল্য, এটি একটি  ভিত্তিহীন ধারণা। এর না কোনো দ্বীনী ভিত্তি আছে, না দুনিয়াবী। এটা একটা মূর্খতাপ্রসূত কুসংস্কার। তাছাড়া উপরোক্ত সময়ে পানাহার করলে ভবিষ্যতে সন্তান হয় না- এরকম অমূলক ধারণাও প্রচলিত আছে। এটা যে একটা অবাস্তব কথা তা একেবারেই পরিষ্কার। কেননা  অনেক মা রয়েছেন যাদের সন্তান মারা গেছে এবং তাঁরা ওই নিয়ম মেনে চলা তো দূরের কথা তার কল্পনাও কখনও করেননি। বিকালে হালকা চা-নাস্তা খাওয়ার অভ্যাস বজায় রেখেছেন। অথচ আল্লাহ তাদেরকে সন্তান দিয়েছেন এসব অমূলক ধারণা থেকে মুক্ত থাকা জরুরী।

 

advertisement