Rajab 1428   ||   August 2007

এটা হাদীস নয়
ওযুতে প্রত্যেক অঙ্গের জন্য কি ভিন্ন ভিন্ন দুআ রয়েছে

ওযুর সময়ের ও ওযুর পরের বিভিন্ন দুআ সহীহ হাদীসে এসেছে, যা প্রসিদ্ধ ও সকলেরই জানা রয়েছে। কিন্তু কোনো কোনো অযীফার বইয়ে প্রত্যেক অঙ্গ ধোয়ার যে ভিন্ন ভিন্ন দুআ বিদ্যমান রয়েছে তা কোনো নির্ভরযোগ্য রেওয়ায়েতের মাধ্যমে পাওয়া যায় না। এজন্য এই দুআগুলোকে মাছূরমাসনূনদুআ মনে করা ভুল। তবে দুআগুলোর অর্থ যেহেতু ভালো তাই কেউ যদি শুধু একটি দুআ হিসেবে ওযুর সময় কিংবা অন্য কোনো সময় অর্থের দিকে খেয়াল করে পড়ে তবে তা নাজায়েযও হবে না।

তবে অবশ্যই মনে রাখতে হবে যে, এগুলোকে হাদীসের দুআ মনে করা কিংবা ওযুর মাসনূন দুআ মনে করা ভুল। -আলআযকার, নববী, আল ফুতূহাতুর রাব্বানিয়্যাহ শরহুল আযকারিন নাবাবিয়্যাহ, ইবনে আল্লান ২/২৭-৩০, আততালখীসুল হাবীর ১/১০০; আসসিয়ায়াহ ফী কাশফি মা ফী শরহিল বিকায়াহ ১/১৮১-১৮৩

 

advertisement