Rajab 1428   ||   August 2007

একটি অবিশ্বাস্য ভুল মাসআলা
স্বামীর নাম মুখে নিলে কি স্ত্রী তালাক হয়ে যায়

কোনো কোনো অঞ্চলের মহিলাদের সম্পর্কে এই আশ্চর্য কথা শোনা যায় যে, তারা স্বামীর নাম মুখে নেওয়াকে এমন অপরাধ মনে করে যে, এতে স্ত্রী তালাক হয়ে যায়! কথাটা যতই আশ্চর্যজনক মনে হোক, কারও মনে এমন ধারণা থাকা- আমাদের বর্তমান সামাজিক প্রেক্ষাপটে, মোটেও অসম্ভব কিছু নয়। দ্বীনী ইলমের চর্চা ব্যাপকভাবে না থাকলে স্বল্প শিক্ষিত ও অশিক্ষিত লোকদের মাঝে এ ধরনের ধারণা সৃষ্টি হওয়া আশ্চর্যের বিষয় নয়।

স্বামীর সম্মান করা স্ত্রীর জন্য জরুরি। স্বামীকে নাম ধরে ডাকাও বেআদবী। তবে স্বামীকে নাম ধরে ডাকলে কিংবা স্বামীর নাম মুখে নিলে স্ত্রী তালাক হয়ে যায়- এ কথা একেবারেরই ভিত্তিহীন।

 

advertisement