Rajab 1428   ||   August 2007

একটি ভুল বিশ্বাস
মি’রাজের উদ্দেশ্য কী ছিল

মিরাজের আলোচনা করতে গিয়ে কেউ কেউ স্পষ্টভাবে কিংবা ইশারা ইঙ্গিতে এমন সব কথা বলে থাকেন যা থেকে বোঝা যায় যে, তাদের ধারণায় মিরাজের উদ্দেশ্য ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর ঘরে মেহমান হিসেবে দাওয়াত দেওয়া। অথচ আল্লাহ তাআলার ঘর-বাড়ি প্রয়োজন হয় না। স্থান ও কাল তাঁরই সৃষ্টি, তিনি স্থান ও কালের গণ্ডির ঊর্ধ্বে।

কুরআন কারীমে সূরা ইসরা ও সূরা নামলে মিরাজের উদ্দেশ্য স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে। তা হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব-জগতের সফর করানো এবং আল্লাহ তাআলার কুদরতের বড় বড় অনেক নিদর্শন তাঁকে দেখানো।

 

advertisement