Shawal 1444   ||   May 2023

একটি ভুল ধারণা
যাকাত ফরয হওয়ার জন্য কি অর্জিত সকল সম্পদের উপরই পৃথকভাবে বছর অতিক্রান্ত হতে হয়?

অনেক মানুষের মাঝেই এ ভুল ধারণা রয়েছে যে, যাকাত ফরয হওয়ার জন্য অর্জিত সকল সম্পদের উপরই স্বতন্ত্রভাবে বছর অতিক্রান্ত হতে হবে!

ফলে অনেকে প্রশ্ন করেনবছরের শুরুতে আমার কাছে এক লক্ষ টাকা  (বা নেসাব পরিমাণ যে কোনো অংক) ছিল; পরবতীর্তে বছরের মাঝে বা বছরের শেষে আমি আরো এক লক্ষ টাকার মালিক হয়েছি। এখন যাকাতবর্ষ পুরা হওয়ার পর কি আমি এক লক্ষ টাকার যাকাত আদায় করব, নাকি দুই লক্ষ টাকার? পরবতীর্তে অর্জিত এক লক্ষ টাকার উপর তো বছর অতিক্রান্ত হয়নি; এটারও কি যাকাত দিতে হবে?

এ ধারণা ঠিক নয়; কারণ মূল নেসাবের সাথে বছরের মাঝে যা যুক্ত হবে বছরান্তে হিসাব করে পুরো সম্পদের যাকাত দিতে হয়। বছরের মাঝে অর্জিত সম্পদের উপর পৃথকভাবে বছর অতিক্রান্ত হওয়া জরুরি নয়। (দ্র. মুসান্নাফে ইবনে আবি শায়বা ৬/৪৮১; ইলাউস সুনান ৭/৫৮; বাদায়েউস সানায়ে ২/৯৬; আলবাহরুর রায়েক ২/২২২)

 

advertisement