Jumadal Akhirah 1428   ||   July 2007

পাঠকের পাতা

আলকাউসার প্রসঙ্গে একটি প্রস্তাব

মুহতারাম সম্পাদক সাহেব!

আশা করি সুস্থ আছেন এবং দ্বীনের কাজে ব্যস্ত আছেন। আল্লাহ আপনাদেরকে আরও অধিকহারে দ্বীনী খিদমত করার তাওফীক দিন এবং আজীবন দ্বীনী খিদমতের জন্য কবুল করুন।

প্রিয় সম্পাদক সাহেব! আমি আমার প্রিয় মাসিক আলকাউসার প্রসঙ্গে একটি প্রস্তাব পেশ করছি। প্রস্তাবটি বিবেচনায় নিবেন বলে আশা করি।

আমার মতে মাসিক আলকাউসার-এ দেশের দ্বীনী পত্রিকাসমূহের মধ্যে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী, যাতে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা অন্য পত্রিকায় অনুপস্থিত। পত্রিকাটি আম-খাস সবার জন্য সমানভাবে উপকারী। বিশেষত উলামা-তলাবার বহুমুখী প্রতিভা বিকাশের দুর্লভ দিশারী ও মূল্যবান ভাণ্ডার। এটি কেবল একবার পড়ে রেখে দেওয়ার মতো বস্তু নয়, দীর্ঘদিন সংগ্রহে রাখার ও বার বার মুতালাআ করার মতো অমূল্য পত্রিকা।

বর্তমানে পত্রিকাটি যে মানের কাগজে ছাপানো হচ্ছে তা মনে হয় পত্রিকাটির জন্য মানানসই হচ্ছে না। কেননা এ ধরনের কাগজ বেশি দিন অক্ষুণ্ন থাকে না। অল্প দিনে পোকা ধরে নষ্ট হয়ে যায়, কোনোক্রমে একটু পানি লাগলে এ কাগজ একেবারেই নষ্ট হয়ে যায়। তাই দাম বাড়িয়ে হলেও আরও ভালো কাগজে ছাপানোর প্রস্তাব করছি, যাতে দীর্ঘদিন উপকৃত হওয়া যায় এবং ভবিষ্যত প্রজন্মের জন্য সংরক্ষণ করা যায়।

পরিশেষে পত্রিকাটির দীর্ঘায়ু কামনা করছি এবং আয়োজক, পাঠক সকলের ইহকালীন ও পরকালীন সাফল্য কামনা করছি।

 

মাআসসালাম

(শাইখুল হাদীস) সফিউল্লাহ আলমুস্তাফা হাতিয়ূভী

চৌমুহনী বাজার, হাতিয়া, নোয়াখালী

 

 

যদি এ আশাটি পূরণ হত

আমার সম্মানিত উস্তায, মাওলানা আবদুল মালেক সাহেব দা. বা.-এর নিকট হাদীসের কোনো কিতাব পড়ার সৌভাগ্য লাভ করে জীবনটাকে ধন্য ও আত্মার তৃপ্তি লাভ করতে চান বাংলাদেশের হাজারো হাদীসের তালিবে ইলম। কিন্তু তাদের এই দীর্ঘদিনের লালিত আশা নিরাশার প্রাচীরে অবরুদ্ধ থাকছে দিনের পর দিন, বছরের পর বছর। তবে কি হাদীসের এই বিশাল তালিবুল ইলম কাফেলার লালিত আশাটি অপূর্ণই থেকে যাবে? তাদের ভাগ্যের সিতারা কি চমকাবে না? তাওফীক কি হবে না হুজুরের কাছ থেকে কুরআন-হাদীসের কিছু দুর্লভ আলোচনা শ্রবণ করার?

মাননীয় মারকায কর্তৃপক্ষ সমীপে অসংখ্য ইলিবে ইলমের পক্ষ থেকে একটি বিশেষ আরয এই যে, মারকাযে অন্তত দাওরায়ে হাদীস-এর দরস আরম্ভ করা হোক।

আশা করি হুজুরের ছাত্রত্ব গ্রহণে আগ্রহী অসংখ্য তালিবুল ইলমের এ আশাটি আপনাদের সদয় বিবেচনায় থাকবে।

 

বিনীত

সাঈদ আহমাদ ফরিদপুরী

মুহাদ্দিস, জামিয়া মুহাম্মাদিয়া শামছুল উলূম

শিবচর পৌরসভা, মাদারীপুর

 

 

আলাকউসার হৃদয়ের খোরাক যোগায়

মাসিক আলকাউসার প্রকাশনার শুরু থেকে পড়তে পারিনি। মাঝেমধ্যে বন্ধুদের হাতে আলাকউসার দেখতে এর গুরুত্বপূর্ণ প্রবন্ধ-নিবন্ধ এবং শিক্ষা পরামর্শ বিভাগটি পড়ে অভিভূত হয়েছি। এত সমৃদ্ধ একটি পত্রিকা আমাদের দেশে প্রকাশ হয় ভাবতেই মনটা আনন্দে ভরে উঠে। গোটা পত্রিকাতেই থাকে নানা ধরনের ইলমী আয়োজন, জানার বিষয়, বিভ্রান্তি নিরসনমূলক আলোচনা। সর্বোপরি পত্রিকাটিকে কেবলই একটি পত্রিকা না বলে বলা যায়, এটি হচ্ছে হৃদয়ের খোরাক।

 

আলাকউসার-এর পাঠক সংগঠনের যাত্রা শুরু

পাঠকদের দুআ ও শুভ কামনাই মাসিক আলকাউসার-এর পথচলার অন্যতম পাথেয়। আল্লাহ তাআলার উপর ভরসা রেখে পাঠকদের সঙ্গে নিয়েই আলকাউসার তার পথচলা অব্যহত রাখতে আগ্রহী। তাই আনুষ্ঠানিকভাবে সম্মানিত পাঠকদেরকে আলকাউসার-এর সঙ্গে রাখার জন্য গত ২ মে ২০০৭ ঈ. তারিখে মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা-এর তৃতীয় তলার দারুল মুতালাআয় শুভাকাঙ্খী শুভানুধ্যায়ীদের এক সভায় মাসিক আলকাউসার-এর পাঠকদের একটি সংগঠন বা ফোরাম গঠনের সিদ্ধান্ত হয়েছে। মাসিক আলকাউসার-এর মিশন ও গতি এগিয়ে নেওয়ার লক্ষ্যে মাওলানা মুহাম্মাদ ইদরীসকে আহ্বায়ক করে সে সংগঠনের পাঁচ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। ইতোমধ্যেই এ কমিটি নীতিমালা, কর্মসূচি ইত্যাদি প্রণয়নের কাজ শুরু করে দিয়েছে। এসব সম্পন্ন হলে দ্রুত সময়ে পাঠকদের সামনে তা পেশ করা হবে ইনশাআল্লাহ।

 কেন্দ্রীয় কমিটির ঢাকা মহানগর, জেলা, থানা ও মহল্লায় এ কমিটি গঠিত হবে। পাঠকদের আগ্রহের ভিত্তিতে এ কমিটির শাখা কমিটিগুলো গঠিত হবে। এ সংগঠনের সদস্য হওয়ার দরজা আলকাউসার-এর যে কোনো পাঠকের জন্য খোলা থাকবে। এজন্য এখন থেকে আগ্রহী পাঠকবৃন্দকে এর জন্য মানসিক প্রস্তুতি গ্রহণের আহ্বান থাকল।

 

নাম আহ্বান

একই সঙ্গে পাঠক-শুভানুধ্যায়ীদের কাছ থেকে এ সংগঠনটির একটি উপযোগী নাম আহ্বান করা হচ্ছে। রাজনৈতিক কিংবা অর্থনৈতিক নয়, একটি আদর্শিক সুন্দর দ্বীনী পত্রিকার পাঠক-সংগঠনের জন্য উপযোগী একটি নাম আপনারা যে কেউ পাঠিয়ে দিতে পারেন আলকাউসার-এর ঠিকানায়।

ইতিমধ্যেই নাম প্রস্তাব করে পাঠকদের কিছু চিঠি আলকাউসারের দফতরে চলে এসেছে। আমরা পাঠকদের কাছে আরো নাম চাই। আপনাদের পাঠানো নামগুলো থেকেই হয়তো পছন্দনীয় একটি নাম বাছাই করা হবে।

 

advertisement