Jumadal Akhirah 1428   ||   July 2007

সফলতার উনিশ টিপস

*  আপনি যদি গাছে চড়তে চান, তবে ফুল নয়, গাছের ডাল ধরুন।

*  অনেকে কাজ শেষ করার আগেই নিজেদেরকে ব্যর্থ বলে ঘোষণা করে, কিন্তু পরে দেখা যায় যে, তারা সাফল্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

*  যারা সাফল্যের অপেক্ষায় বসে থাকে, ব্যর্থতা এসে তাদেরকে সালাম জানায়।

*  সর্বদা সফল হতে হবে- এ চিন্তা জরুরি নয়, জরুরি হল কাজের প্রতি আন্তরিকতা। তাহলে সাফল্য নিজে এসে ধরা দিবে।

*  ঘাম ঝরিয়েও সফলতার মুখ দেখছেন না? তাহলে এবার মাথা খাটান।

*  আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন, সফল মানুষদের মধ্যে অনেকেই নিঃসঙ্গ। কেন? কারণ তারা সাফল্যের দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে বন্ধুত্বের সোনালী সুখকে বিসর্জন দিয়েছেন।

*  উপযুক্ত সাথী পাচ্ছেন না তাই যৌথ কাজে সফল হচ্ছেন না-এমন ধারণাতো ঠিক না-ও হতে পারে। আপনি নিজেকেই উপযুক্ত সাথীরূপে গড়ে তুলুন। দেখবেন সাফল্য কীভাবে ধরা দেয়।

*  আপনার সাফল্যের তরী যখন তীরে ভিড়বে তখন দেখতে পাবেন, প্রিয়জনরা আপনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে।

*  সাফল্যের উপাদান : ঘাম, চিন্তা ও রাত্রি জাগরণ।

*  সফল ব্যক্তিরা চাকরির পরিবর্তে কাজের সন্ধান করেন।

*  অধিকাংশ সফল ব্যক্তির কাছেই সোনা-রূপা নেই। আছে লোহার মতো অদম্য ইচ্ছা শক্তি।

*  প্রায় প্রত্যেক সফল ব্যক্তির পেছনে ব্যর্থতার ইতিহাস রয়েছে।

*  প্রায়ই দেখা যায়, যখনই কেউ সাফল্যের সিঁড়িতে পা রাখে, কোনো বন্ধু এসে সিঁড়িটি ভেঙ্গে দিতে তৎপর হয়।

*  পকেটে হাত রেখে কেউ সাফল্যের সিঁড়িতে উঠতে পারে না।

*  মানুষের ইন্দ্রিয় পাঁচটি আর সফল ব্যক্তিদের ইন্দ্রিয় ছয়টি। বাড়তি ইন্দ্রিয়টি হচ্ছে ধৈর্য্য।

*  সাধারণ কাজকে অসাধারণভাবে করার নামই সাফল্য।

*  আপনি যদি হতাশ দৃষ্টিতে অতীতের দিকে না তাকান এবং ভবিষ্যত সম্পর্কে ভীত না হন তবে আপনি একজন সফল মানুষ।

*  সাফল্যের চলার পথে গাছের কোনো ছায়া নেই।

*  আপনি যে কাজ পছন্দ করেন সে কাজ করুন। আর যে কাজ করছেন তাকে ভালবাসুন।

আহমাদ কবীর

একটি আরবী পত্রিকা থেকে অনূদিত।

 

advertisement