Jumadal Akhirah 1428   ||   July 2007

কুরআন-সংলগ্নতা

একদিন কয়েকজন মানুষ উবাইদুল্লাহ ইবনে বিশর রা. ও আবদুল্লাহ ইবনে বিশর রা.-এর সঙ্গে সাক্ষাত করতে এলেন। এর দুজন ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবী। মেহমানরা তাদের জিজ্ঞেস করলেন, জনাব, মানুষ ঘোড়ার পিঠে সওয়ার হয় এবং তাকে চাবুক মারতে থাকে। এ প্রসঙ্গে আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো কথা শুনেছেন কি? ঘরের ভিতর থেকে একজন মহিলা উত্তর দিলেন, ‘‘আল্লাহ তাআলা কুরআন মজীদে বলেছেন, ভূমিতে বিচরণকারী পশু এবং আকাশে উড্ডয়নরত পাখি সব তোমাদেরই মতো এক এক জাতি। অর্থাৎ তাদের প্রতিও সদয় আচরণ করা উচিত। তখন এই দুই সাহাবী বললেন, ইনি হলেন আামদের বোন।-আলইসাবাহ

 

advertisement