Jumadal Akhirah 1428   ||   July 2007

একদিন ...
আমার অনুভূতি

Mawlana Muhammad Tawheedul Islam Tayeib

আমার জানালার পাশে ছোট্ট ফুল বাগানে একটা দুটো ফুল ফুটে থাকে। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। বাতাসে ভেসে আসে হালকা ঘ্রাণ। তাতে আমার হৃদয়-মন স্নিগ্ধ হয়। কিন্তু আজ সেই সুঘ্রাণ আমার চিন্তাকেও দোলা দিয়ে গেল। এই যে তাজা ফুলটি আজ ভোরে কলি থেকে ফুল হয়ে ফুটেছে, দুদিনেই সে ঝরে যাবে গাছ থেকে। এটাই প্রকৃতির নিয়ম। এর কোনো ব্যতিক্রম নেই। তবু তার দুদিনের জীবন সার্থক। কেননা ঝরে যাওয়ার আগে আপন সৌন্দর্যে বাগানকে সে উদ্ভাসিত করেছে। আপন সৌরভে মানব হৃদয়কে মোহিত করেছে। আমার পৃথিবীর এ জীবনও দুদিনের। আমিও ঝরে যাব পৃথিবীর বাগান থেকে। আজ কিংবা আগামীকাল। এটা কুদরতের অরঙ্ঘনীয় বিধান। মানুষ মৃত্যুবরণ করবে বলেই জন্মগ্রহণ করে। বিশ্ব বাগানে মানব শিশু ঝরে যাওয়ার জন্যই কলি হয়ে আত্মপ্রকাশ করে আর ফুল হয়ে ফোটে। কিন্তু মৃত্যুর আগে সে যদি কিছু সৌন্দর্য অর্জন করতে পারে এবং পৃথিবীকে খুব সামান্য হলেও আলোকিত করতে পারে, তাহলে সার্থক তার এ জীবন, ধন্য তার পৃথিবীতে আগমন।

ফুলের যে স্নিগ্ধতা ও সজীবতা নিজের মাঝে অর্জনের দীর্ঘ স্বপ্ন দেখছি তা বাস্তবায়নের পথ অতি কণ্টকময়, তবুও এ পথ পাড়ি দিতেই হবে। আমরা আশা করি এবং স্বপ্ন দেখি, কিন্তু সে স্বপ্ন বাস্তবায়নের জন্য কষ্ট স্বীকার করি না। সফলতা চাই, কিন্তু অলসতা ছাড়ি না। আমরা কথা বলি, কিন্তু কাজ করি না। শুরু করি, কিন্তু শেষ করি না। কিছু পেতে চাই, কিন্তু দিতে চাই না। তাই আমরা হারিয়ে যাই, আলোর ইশারা দেখি না।

হে আল্লাহ! আমরা দুর্বল। আমাদের বুঝ দাও, সাহস দাও, শক্তি দাও। দয়া কর, কবুল কর।

হে মালিক! হে প্রভূ! আমরা তোমারি উপর ভরসা করি। শুধু এটাই আমাদের সম্বল।

 

advertisement