Jumadal Akhirah 1428   ||   July 2007

আদর্শ জীবন থেকে

খলীফার ভাতা

হযরত আবু বকর সিদ্দীক রা. ছিলেন মুসলিম জাহানের প্রথম খলীফা। খলীফা হওয়ার আগে তিনি তাঁর সকল সম্পদ ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলেন। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সম্পর্কে বলেছেন, আবু বকরের চেয়ে বড় অনুগ্রহকারী মানুষ আমার জন্য আর কেউ নেই। আবু বকর রা. যখন খলীফা হলেন তখন একদিন সকালে দেখা গেল, তিনি কাপড়েরর গাট্টি মাথায় নিয়ে বাজারে চলেছেন। পথিমধ্যে উমর ফারূক ইবনে আউফ রাহ.-এর সঙ্গে সাক্ষাত হল। তারা জিজ্ঞেস করলেন, আপনি এভাবে কোথায় চলেছেন? খলীফা উত্তরে বললেন, আমি যদি ব্যবসা-বাণিজ্য না করি তাহলে আমার পরিবার-পরিজনের খরচ কোত্থেকে আসবে? উমর রা. বললেন, আপনি ফিরে চলুন। আপনার পক্ষে খিলাফতের দায়িত্ব পালনের পর নিজের উপার্জনের চিন্তা করার সময় কোথায়? আপনি চলুন, আমরা আপনার জন্য ভাতা নির্ধারণ করব। এরপর সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত্রক্রমে খলীফাতুল মুসলিমীনের জন্য ভাতা নির্ধারণ করা হল। সেই ভাতাও কী পরিমাণ ছিল তা অন্য একটি ঘটনা থেকে অনুমান করা যায়।

খলীফাতুল মুসলিমীনের স্ত্রী একদিন মিষ্টি খাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। আবু বকর রা. বললেন, মিষ্টি কিনে দেওয়ার মতো অর্থ আমার কাছে নেই। স্ত্রী বললেন, তাহলে আমি প্রতিদিনের খরচ থেকে সামান্য কিছু বাঁচিয়ে মিষ্টি কেনার ব্যবস্থা করব কি? খলীফা অনুমতি দিলেন। কিছুদিন পর সেই জমানো অর্থ যখন খলীফার হাতে দেওয়া হল তখন তিনি বললেন, প্রিয়তমা স্ত্রী! বোঝা গেল, এই পরিমাণ অর্থ ছাড়াও আমাদের প্রতিদিনের খরচ চয়ে যায়। তাহলে এ অর্থ বায়তুল মাল থেকে নেওয়া আমার জন্য মোটেই সমীচীন হচ্ছে না। এরপর তিনি সেই অর্থঠুকু বায়তুল মালে ফেরত দিলেন এবং ওই পরিমাণ ভাতা কমিয়ে দিতে আদেশ জারি করলেন।

তাঁর ব্যবহারের জন্য বায়তুল মাল থেকে সামান্য কিছু জিনিস দেওয়া হয়েছিল। মৃত্যুশয্যায় তিনি পরিবারের লোকদের অসিয়ত করে গেলেন-আমার মৃত্যুর পর ওই জিনিসগুলো পরবর্তী খলীফার কাছে পৌঁছে দিও। জিনিসগুলো ছিল-

১. একজন খাদিম। যে মুসলিম সৈন্যদের জন্য তরবারি তৈরি করত এবং খলীফার শিুশুদের দেখাশোনা করত।

২. একটি উট। যা দ্বারা তাঁর জমিতে পানি সেচ দেওয়া হত।

৩. একটি দুধ দোহনের পাত্র।

এই ছিল বায়তুল মাল থেকে পাওয়া একজন খলীফার ব্যবহর্য সামগ্রী। তাঁর অসিয়ত মোতাবেক এই বস্তুগুলোও পরবর্তী খলীফা উমর রা.-এর কাছে সোপর্দ করা হল। উমর রা. অশ্রুসজল চোখে বললেন, আল্লাহ তাঁর প্রতি রহমত বর্ষণ করুন। তিনি তাঁর পরবর্তী লোকদের জন্য কঠিন দৃষ্টান্ত স্থাপন করে গেলেন।

 

advertisement