Jumadal Akhirah 1428   ||   July 2007

একটি ইতিহাসের ভুল
হাসান বসরী কি সাহাবী ছিলেন

হাসান বসরী রাহ.-এর সম্পর্কে কোনো কোনো আম মানুষ এই ধারণা পোষণ করেন যে, তিনি সাহাবী ছিলেন। শুনেছি, তাযকিরাতুল আউলিয়া বইয়ে লেখা আছে যে, হাসান বসরী রাহ. (যিনি ইলমে ফিকহ, ইলমে হাদীস, ইলমে তাফসীর ছাড়াও ইসলাহ ও তরবিয়তের ক্ষেত্রেও অনেক বড় ইমাম ছিলেন। তাসাউফের শাজারার কারণে তিনি সাধারণ লোক সমাজেও বেশ প্রসিদ্ধ) তিনি নাকি সাহাবী ছিলেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে জন্মগ্রহণ করেন। ইতিহাসের সামান্য ধারণা আছে এমন যেকোনো মানুষই জানেন যে, এটি একটি অলীক ধারণা। হাসান বসরী রাহ. সাহাবী নন, তিনি একজন তাবেয়ী ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে নয়, উমর ফারুক রা.-এর খিলাফতের শেষ দিকে জন্মগ্রহণ করেছেন। তৃতীয় খলীফা উসমান রা.-এর শাহাদাতের সময় (৩৫হি.) তাঁর বয়স ছিল মাত্র চৌদ্দ বছর। এই ঐতিহাসিক তথ্যাদির বিচারে উপরোক্ত ধারণার কোনো ভিত্তিই থাকে না। এজন্য তাযকিরাতুল আউলিয়া কিংবা এ জাতীয় বইপত্রে এ বিষয়ে যত বর্ণনা উল্লেখ করা হয়েছে সব মওজু ও ভিত্তিহীন।

-সিয়ারু আলামিন নুবালা; তাহযীবুল কামাল; তবাকাতে ইবনে সা; আলী ইবনু আবী তালিব ইমামূল আরিফীন, আহমদ ইবনুস সিদ্দীক আলগুমারী; আল মুরসালুল খাফী ওয়া আলাকাতুহু বিত তাদলীস ড. শরীফ হাতিম আউনী ১/২৬৩-২৬৮; আল মুত্তাফিক ওয়াল মুফতারিক খতীব বাগদাদী নং ৩৪৪

 

advertisement