Jumadal Ula 1428   ||   June 2007

আলকাউসার-এর পাঠক সংগঠনের যাত্রা শুরু

পাঠকদের দুআ ও শুভকামনাই মাসিক আলকাউসার-এর পথ চলার অন্যতম পাথেয়। আল্লাহ তাআলার উপর ভরসা রেখে পাঠকদের সঙ্গে নিয়েই আলকাউসার তার পথচলা অব্যাহত রাখতে আগ্রহী। তাই  আনুষ্ঠানিকভাবে সম্মানিত পাঠকদেরকে আলকাউসার-এর সঙ্গে রাখার জন্য গত ২মে ২০০৭ ঈ. তারিখে মারকাযুদ দাওয়া আলইসলামিয়া ঢাকা-এর তৃতীয় তলার দারুল মুতালাআয়-শুভাকাঙ্খী শুভানুধায়ীদের এক সভায় মাসিক আলকাউসার-এর পাঠকদের একটি সংগঠন বা ফোরাম গঠনের সিদ্ধান্ত হয়েছে। মাসিক আলকাউসার-এর মিশন ও গতি এগিয়ে নেওয়ার লক্ষ্যে মাওলানা মুহাম্মদ ইদরীসকে আহবায়ক করে সে সংগঠনের পাঁচ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। ইতোমধ্যেই এ কমিটি নীতিমালা, কর্মসূচি ইত্যাদি প্রণয়নের কাজ শুরু করে দিয়েছে। এসব সম্পন্ন হলে দ্রুত সময়ে পাঠকদের সামনে তা পেশ করা হবে ইনশাআল্লাহ। কেন্দ্রীয় কমিটির ঢাকা মহানগর, জেলা, থানা ও মহল্লায় এ কমিটি গঠিত হবে। পাঠকদের আগ্রহের ভিত্তিতে এ কমিটির শাখা কমিটিগুলো গঠিত হবে। এ সংগঠনের সদস্য হওয়ার দরজা আলকাউসার-এর যে কোনো পাঠকের জন্য খোলা থাকবে। এজন্য এখন থেকেই আগ্রহী পাঠকবৃন্দকে এর জন্য মানসিক প্রস্তুতি গ্রহণের আহ্বান থাকল।

 

advertisement