Jumadal Ula 1428   ||   June 2007

বিভাগটি নিয়মিত চাই

মাসিক আলকাউসারের যথাযথ প্রশংসা করার যোগ্যতা আমার নেই। তবে ভালোবাসার অধিকার  অবশ্যই আছে। আমি আলকাউসারকে ভালোবাসি। আলকাউসারের প্রতিটি বিভাগ আমার কাছে প্রিয়। তাই কোনো একটি বিভাগের অনুপস্থিতি আমার জন্য কষ্টদায়ক। কিছু বিভাগ রয়েছে যার জন্য সারা মাস অপেক্ষা করে থাকি। এমন একটি বিভাগ হলমারকাযের দিনরাত। আলকাউসার হাতে আসামাত্রই আমি আমার প্রিয় বিভাগটি পড়ে থাকি। বিগত মে সংখ্যার পত্রিকা হাতে আসার পর যথারীতি বিভাগটি তালাশ করছিলাম। কিন্তু দীর্ঘ সময় খঁুজেও পেলাম না আমার কাঙ্খিত আয়োজন। কারণ সে সংখ্যায় মারকাযের দিনরাত আসেনি। আলকাউসার তত্ত্বাবধায়ক সাহেবের নিকট আকুল আবেদন, বিভাগটি যেন প্রতি সংখ্যাতেই চালু থাকে। কারণ এ বিভাগের আলোচনা পড়ে আমাদের মতো গণ্ডগ্রামে অধ্যয়ণরত তালিবে ইলমদের হৃদয়েও একটি স্বপ্ন জাগ্রত হয়। আশা করি, আয়োজনটি নিয়মিত থাকবে। আলকাউসারের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।

 

মুহা. মাসউদুর রহমান

জামিয়া ইসলামিয়া হালীমিয়া

মধুপুর, মুন্সিগঞ্জ।

 

advertisement