Jumadal Ula 1428   ||   June 2007

দৈনিক পত্রিকা চাই

আমি প্রতিদিনের কাজের ফাঁকে ফাঁকে দৈনিক পত্রিকার খবরগুলো খঁুটিয়ে খঁুটিয়ে পড়ি। পড়লেও মনে একটা অস্বস্তি ছিল যে, আমার উদ্দেশ্য যদিও সৎ কিন্তু কাজটি কতটুকু সঠিক। অস্বস্তি দূর করার জন্যই যেন ইসহাক ওবায়দী সাহেব লিখলেন পত্রিকা পড়ব কি পড়ব না। আমি স্পষ্ট বুঝলাম যে, আমার জন্য পত্রিকা পড়া কোনোভাবেই সঠিক নয়। কিন্তু আমার যে চাহিদা, মনের অদম্য পিপাসা, তা মিটাব কী দিয়ে? পরিপূর্ণ জায়েয পন্থায় বিশ্বটাকে জানার উপায় কী? ইসলামী যে কয়টা পত্রিকা আছে সেগুলো হয় মাসিক নয়তো সাপ্তাহিক। এখন আধুনিক তথ্য প্রযুক্তির যুগ। প্রতিদিনই কিছু না কিছু ঘটছে এবং তৎক্ষণাৎ মানুষ তা জানতে পারছে। জানার মাধ্যমগুলো সব অনৈসলামিক শক্তির হাতে। কিন্তু আর কতদিন আমরা এভাবে পিছনে থাকব? বরং বাস্তব তো এই হওয়া উচিত ছিল যে, তারাই আমাদের কাছে আসবে। তাই মুসলিম ভাইয়ারা এগিয়ে আসুন, হিম্মত করুন। বিশেষ করে এই অঙ্গনে যারা জড়িত আছেন তাদের সবার প্রতি আমাদের হৃদয়ের আহ্বান, আপনারা হাল ধরুন। নির্ভেজাল ইসলামী পন্থায় ১টি দৈনিক পত্রিকা জাতিকে উপহার দিন। জানি, বিষয়টি  অনেক কঠিন, ব্যয়বহুল, বিপদসংকুল ; কিন্তু অসম্ভব  তো নয়। সম্মিলিতভাবে আপনারা শুরু করুন। বাকীটুকু আল্লাহর হাতে। হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকীল।

 

হাবীবা বিনতে আঃ সামাদ

৯৭/৮, কালিবাড়ী রোড, পাটগুদাম

ব্রীজ মোড়, মোমেনশাহী।

 

advertisement