Jumadal Ula 1428   ||   June 2007

শুভেচ্ছা

সালামবাদ, জনাব সম্পাদক সাহেব ও আলকাউসার পরিবারের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আলকাউসারের অগ্রযাত্রায় এবং নিয়মিত প্রকাশিত হওয়ায় আমরা আনন্দিত। সমসাময়িক বিভিন্ন সমস্যার ইসলামী দৃষ্টিকোণ থেকে সমাধান দেওয়ার যোগ্যতা যে পত্রিকাটির রয়েছে তা হচ্ছে মাসিক আলকাউসার। তাই পত্রিকা পেতে বিলম্ব হলে আমাদের কষ্ট হয়। আমাদের পাঠকদেরও আলকাউসার-এর জন্য মেহনত করা আবশ্যক বলে মনে করি।

আল্লাহ তাআলা আলকাউসারকে কবুল করুন এবং এর অগ্রযাত্রা অব্যাহত রাখুন।

 

মোঃ আলআমিন ও আরিফুল ইসলাম

পাঁচচর, শিবচর শাখা, মাদারীপুর

 

advertisement