Jumadal Ula 1428   ||   June 2007

খাবার শেষের দু’আ

হাদীস শরীফে খাবার শেষের বিভিন্ন দুআ রয়েছে। তন্মধ্যে দুটি দুআ এখানে উল্লেখ করা হল।

الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه غير مكفي ولا مودع ولا مستغنى عنه ربنا، الحمد لله الذي كفانا وأوانا وأروانا غير مكفي ولا مكفور.

সমস্ত প্রশংসা আল্লাহর, যাঁর দয়া ও দান থেকে অমুখাপেক্ষী হওয়া যায় না। সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের প্রয়োজন পূরণ করেছেন। আমাদেরকে আশ্রয় দিয়েছেন এবং আমাদেরকে পরিতৃপ্ত করেছেন। তার কোনো প্রয়োজন নেই  এবং তার দান অস্বীকার করা যায় না।

যে হাদীসে দুআটি রয়েছে

হযরত আবু উমামা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানা খাওয়া শেষ হলে যখন দস্তরখান উঠানো হত, তখন তিনি বলতেন। এরপর তিনি উপরোক্ত দুআটি উল্লেখ করেন।

হাদীসটি সহীহ বুখারী ও হাদীসের অন্যান্য কিভাবে রয়েছে।

দুআটির মর্ম

উপরোক্ত দুআটিতে আল্লাহ তায়ালার প্রতি সার্বক্ষণিক কৃতজ্ঞতার শিক্ষা রয়েছে। আহার সমাপ্ত হওয়ার পর যখন ক্ষুধা নিবৃত্ত হল তখন মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানো এবং তাঁর প্রশংসা করা মুমিনের কর্তব্য। কেননা, আল্লাহই আমাদেরকে রিযিক দিয়েছেন। এরপর একথাও মনে রাখা উচিত যে, এবারের মতো ক্ষুধা নিবৃত্ত হলেও খাবারের প্রতি আমাদের মুখাপেক্ষিতা শেষ হয়ে যায়নি। যে দস্তরখান এবারের মতো গুটিয়ে ফেলা হল কিছুক্ষণ পর আবার তা বিছানোর প্রয়োজন হবে। এভাবে জীবনের শেষ দিনটি পর্যন্ত আল্লাহ প্রদত্ত রিযিকের প্রতি আমাদের মুখাপেক্ষিতা থাকবে। উপরোক্ত দুআটিতে আল্লাহ তায়ালার প্রশংসা এবং তাঁর দয়া ও দানের ব্যাপারে সচেতনতার শিক্ষা রয়েছে।

২. اللهم بارك لنا فيه وأطعمنا خيرا منه

ইয়া আল্লাহ এই খাবারে আমাদের জন্য বরকত দান করুন এবং আমাদেরকে এর চেয়েও উত্তম খাবার দান করুন।                                                      

যে হাদীসে দুআটি রয়েছে

হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. বলেছেন, আমি ও খালেদ ইবনুল ওয়ালিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে উম্মুল মুমিনীন হযরত মাইমূনা রা.-এর গৃহে গেলাম। তিনি আমাদের জন্য এক পাত্র দুধ নিয়ে এলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে ছিলাম, খালেদ ছিলেন বাম দিকে। রাসূলুল্লাহ পাত্র থেকে কিছুটা দুধ পান করার পর  (যেহেতু আমি ডান দিকে ছিলাম তাই) আমাকে বললেন, এবার তোমার পালা। তবে তুমি ইচ্ছা করলে আগে খালেদকে দিতে পার। আমি বললাম, আপনার অবশিষ্টাংশ পান করার এই সুযোগ আমি অন্য কারও জন্য ছাড়তে রাজি নই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ যাকে কোনো খাবার দান করেন সে যেন বলে,

اللهم بارك لنا فيه وأطعمنا خيرا منه.

আর আল্লাহ যাকে দুধ পান করান সে যেন বলে,

اللهم بارك لنا فيه وزدنا منه.

ইয়া আল্লাহ এই পানীয়তে আমাদের জন্য বরকত দান করুন এবং আমাদেরকে তা আরও অধিক দান করুন। কেননা কেবল দুধই খাদ্য ও পানীয় উভয়টির কাজ করে।  আবু দাউদ হা. ৩৭৩০; তিরমিযী, হা. ৩৪৫৫

 

advertisement