Jumadal Ula 1428   ||   June 2007

শিক্ষা পরামর্শ পাতা সম্পর্কিত
বিশেষ ঘোষণা

বিগত কয়েক মাসে শিক্ষা বিষয়ক প্রশ্ন  এসেছে বহু। এসব প্রশ্নের উত্তরে শিক্ষার্থীদের আগ্রহ ও উপকারের দিকটিও বড়। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী এ সংখ্যায় শিক্ষার্থীদের পাতার পুরো পাঁচ পৃষ্ঠা শিক্ষা পরামর্শ দিয়ে সাজানো হয়েছে। স্থান সংকুলান না হওয়ায় থেকে যাওয়া আরো বেশ কিছু প্রশ্নের উত্তর আগামী সংখ্যাগুলোর শিক্ষা পরামর্শবিভাগে যথারীতি দেওয়া হবে  ইনশাআল্লাহ।

-বি.স

 

advertisement