Jumadal Ula 1428   ||   June 2007

একটি ভুল মাসআলা
বিনা অজুতে দরূদ পড়া কি জায়েজ নয় ?

কেউ কেউ মনে করেন, দরূদ শরীফ পড়তে হলে অজু করা জরুরি। এই ধারণা ঠিক নয়। দরূদ শরীফ অজু ছাড়াও পড়া যায়। তাই এ জাতীয় ভুল ধারণার ভিত্তিতে দরূদ পড়া থেকে বিরত থাকা উচিত নয়। অজু থাক বা না থাক সুযোগ হলেই দরূদ শরীফ পড়া উচিত। কুরআন মজীদ পড়ার জন্যও তো অজু জরুরি নয় তবে তা স্পর্শ করার জন্য অজু জরুরি। তবে গোসল ফরয অবস্থায় কুরআন তিলাওয়াত করাও জায়েজ নয়। এজন্য কোনো ওজর ছাড়া এ অবস্থায় দীর্ঘ সময় থাকাও অনুচিত। খুব তাড়াতাড়ি গোসল করে পবিত্রতা অর্জন করা কাম্য।

 

advertisement