Jumadal Ula 1428   ||   June 2007

‘আন নি’মাতুল কুবরার জালকপি প্রকাশক ইস্তাম্বুলের দু’টি প্রকাশনার চরিত্র উন্মোচনকারী
তুরস্কের চিঠি

শায়খ মুহাম্মাদ আমীন সিরাজ

মাসিক আলকাউসার-এর গত মার্চ ২০০৭ ও এপ্রিল ২০০৭ সংখ্যায় আলকাউসার তত্ত্বাবধায়ক, বিদগ্ধ আলেমে দ্বীন মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক ছাহেব একই বিষয়ে পর্যায়ক্রমে দুটি তথ্যপূর্ণ উদ্ঘাটনধমীর্ নিবন্ধ লিখেছেন। মার্চ সংখ্যার নিবন্ধটির শিরোনাম ছিল মওলুদখানী : হক্ব আদায়ের না-হক্ব পদ্ধতি-ইতিহাস ও বর্ণনার সঠিক পর্যালোচনা। একই বিষয়ে সংযোজনধমীর্ আলোচনা হিসেবে এপ্রিলে প্রকাশিত নিবন্ধটির শিরোনাম ছিল আল বাইয়্যিনাত-এ প্রকাশিত মওজু রেওয়ায়াত : আরও তথ্য ও পর্যালোচনা। এ দুটি নিবন্ধেই ঢাকার আল বাইয়িনাত ওয়ালাদের পক্ষ থেকে প্রচারিত মওলুদ খানীর ফযীলতের বিষয়ে ভূয়া বর্ণনা সংবলিত তুরস্ক থেকে প্রকাশিত যে পুস্তিকাটির আলোচনা এসেছে সেটি হচ্ছে ইবনে হাজার মক্কী রহ. এর আন নিমাতুল কুবরা। মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক ছাহেব তার নিবন্ধ দুটিতে লিখেছেন ও প্রমাণ করেছেন যে, আল বাইয়িনাত ওয়ালাদের পক্ষ থেকে প্রচারকৃত পুস্তিকাটি প্রকৃত আন নিমাতুল কুবরার একটি আদ্যোপান্ত জাল কপি। ইবনে হাজার মক্কী রহ.-এর লেখা মূল পুস্তিকার পাণ্ডুলিপি মিসরের দারুল কুতুবে সংরক্ষিত আছে। সেখান থেকে আসল কপির ফটোকপি আনানোর পর গভীর ভাবে তা দেখে ও যাচাই করে তিনি এই উদ্ঘাটনাধমীর্ আলোচনা তুলে ধরেন। ইতিমধ্যে তুরস্কের যে দুটি প্রকাশনী থেকে এধরনের জাল পুস্তিকা প্রকাশ করা হয়েছে সে দুটি প্রকাশনীর ব্যাপারে অধিকতর অনুসন্ধান নিতে গিয়ে তিনি তুরস্কের ইস্তাম্বুলের ফাতিহ অঞ্চলের প্রখ্যাত ও বরেণ্য আলেম মিসরের প্রখ্যাত আলেম আল্লামা যাহেদ কাউসারী রহ.-এর বিশিষ্ট শাগরিদ মুহাম্মদ আমীন সিরাজের কাছে পত্র পাঠান। অতি স¤প্রতি তুরস্কের ওই দুইটি প্রকাশনীর চরিত্র উন্মোচনধর্মী জবাবী পত্রটি তার কাছে আসে। হাদীস ও আসলাফের উদ্ধৃতির নামে জালিয়াতিমূলক কাজে জড়িত চক্রের স্বরূপ বুঝতে মাসিক আলকাউসার-এর সম্মানিত পাঠকদের সামনে আরবীতে লেখা সে পত্রের বাংলা ভাষান্তর তুলে ধরা হল।

 

প্রতি

সম্মানিত ভাই, আল উস্তায

মুহাম্মাদ আব্দুল মালেক

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।

আল্লাহ তাবারকা ওতাআলার কাছে প্রার্থনা করি যেন আপনি পূর্ণ সুস্থ্য থাকেন। প্রার্থনা করি যেন দেশ-বিদেশে আল্লাহর দ্বীনে হানীফের খেদমতে আপনি অবদান রেখে যেতে পারেন।

কৃতজ্ঞতা জানাই আপনাকে, আমার প্রতি আপনার সুধারণার কারণে এবং আল্লাহ তাআলার কাছে আশা করি যেন তিনি তাঁর সঙ্গে আমাদের সাক্ষাতের পূর্ব পর্যন্ত আমাদের সবাইকে বাহ্যিক ও অভ্যন্তরীণ সব নেয়ামত দ্বারা সদা সর্বদা উপকৃত করেন।

প্রকাশনা সংস্থা মাকতাবুল হাকীকত অথবা ISIKYAYINEVI সম্পর্কে কথা হল, এরা এমন একটি দল, তুরষ্কের ইলমী মহলে যাদের কোনো ওজন নেই। তাদের রয়েছে বিচ্ছিন্ন অনেক মাতাদর্শ। একটি হচ্ছে, তারা তাদের দলভুক্ত লোক ছাড়া কারো পেছনে নামায পড়ে না। এমনকি জামিয়ে ফাতিহ কিংবা অন্য কোনো মসজিদেও নয়। আরেকটি হচ্ছে, উত্তেজনা সৃষ্টি করার উদ্দেশ্যে প্রাসঙ্গিক ও গুরুত্বহীন বিষয়কে কেন্দ্র করে মুসলমাদের মাঝে অস্থিরতা ছড়িয়ে দেয়। বর্তমান সময়ে যেসবের দ্বারা কোনো ফায়দা নেই।

আশা করি আমাদের ও আপনাদের মাঝে চলমান একটি সম্পর্ক বজায় থাকবে। পরবর্তীতে আরো বিস্তা রিত আলোচনা হবে। এখন আপনি আমার ছাত্র হামদী আরসালানের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। ইস্তাম্বুল জামিউল ফাতিহে তিনি আমাদের পরিধির মধ্যে একজন শিক্ষক এবং একজন ওয়ায়েজ।

সামর্থ আল্লাহর পক্ষ থেকেই আসে।

ওয়াসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।

 

advertisement