Rabiul Akhir 1428   ||   May 2007

কান্না

একলা ফেলে আমায় মাগো

গেলে তুমি চলে।

আদর করে এখন আমায়

কে নেবে মা কোলে?

আমার জন্য খাবার নিয়ে

          কে রবে মা বসে?

আদর করে চুমু দিয়ে

বসবে মাথার পাশে?

কার সাথে মা রাগ অভিমান

          করবো আমি এখন?

কে শোনাবে গল্প আমায়

          কে দেখাবে স্বপন?

জ্বর এলে মা তপ্ত মাথায়

জল দিবে কে ঢেলে?

এত সোহাগ তোমার তবু

          কেমনে গেলে চলে?

 

মুহাম্মাদ আলআমিন

মুহাম্মাদ নগর, গল্লামারী, খুলনা

 

advertisement