Rabiul Akhir 1428   ||   May 2007

ক্রিকেট-নেশা : একটি অভিশাপ

সময় মহান আল্লাহর এক অমূল্য নেয়ামত। যারা এ নেয়ামতের কদর করেছেন তারা জীবনে অনেক দূর অগ্রসর হতে পেরেছেন। তাদের কর্মময় জীবন পরবর্তীদের জন্য আদর্শ হয়েছে। মরেও তারা পৃথিবীতে চির অমর হয়ে আছেন। অন্যদিকে যারা সময়কে অবহেলায় বিনষ্ট করেছে, পরিণতিতে তারা শুধু হাতাশা ও আফসোসই অর্জন করেছে। কিন্তু তারপরও চারদিকে আজ সময়-অপচয়ের মহোৎসব। মোবাইলে অপ্রয়োজনীয় আলাপে, অহেতুক গল্প-গুজবে বড় নির্মমভাবে আমরা জীবনের এই মূল্যবান সম্পদকে বিনষ্ট করছি।

বর্তমানে সময় নষ্ট করার একটি উপলক্ষ হল ক্রিকেট। এর পিছনে পড়ে কত মানুষের কত সময় যে বিনষ্ট হচ্ছে তার কোনো হিসাব নেই। বিশেষত তরুণ-যুবক শ্রেণী যাদের এখন জীবন-নির্মাণের সময় তারাই এখন সবকিছু ছেড়ে ক্রিকেট-নেশায় বুঁদ হয়ে থাকছে। আরও দুঃখের ব্যাপার এই যে, কোনো কোনো তালিবে ইলমকেও এসব অর্থহীন কর্মকা-ের প্রতি অনুরাগী হতে দেখা যায়। কিন্তু আমাদের ভাবতে হবে যে, হৃদয়ের গহীনে যে স্বপ্ন নিয়ে আমরা ক্বওমী মাদরাসায় এসেছি তা বাস্তবে রূপ দিতে হলে আমাদের পক্ষে এসব অর্থহীন বিষয়ে মেতে ওঠার সুযোগ আছে কি না। আমাদের পূর্বসূরীগণ কীভাবে তাদের জীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়েছেন তাতো আমাদের সামনেই রয়েছে। আমরা যদি তাদের যোগ্য উত্তরসূরী হতে চাই তবে অবশ্যই আমাদেরকে তাদের পথ অনুসরণ করতে হবে। আমরা কি আমাদের চারপাশের পরিস্থিতি দেখতে পচ্ছি না? ইসলামের দুশমনরা কীভাবে ইসলামী জনপদগুলোতে তাদের মিশন বাস্তবায়িত করছে। ইসলামের নামে অসংখ্য ফের্কা প্রতিনিয়ত সাধারণ মানুষের ঈমানহরণে তৎপর রয়েছে। যদি আমরা এ ভূখণ্ডে ইসলামের সঠিক রূপটি ধরে রাখতে চাই তাহলে আমাদের গাফেল হওয়ার সুযোগ নেই।

তাই প্রিয় বন্ধুরা, সমাজের স্রোত যেদিকেই যাক, আমাদের সে স্রোতে ভেসে পড়লে চলবে না। প্রতিকূল স্রোত পাড়ি দিয়েই আমাদের পৌঁছতে হবে মনযিলে মকসুদে। আল্লাহ আমাদের তাওফীক দিন।

মুহাম্মাদ ফয়সাল ইবরাহীম

আলজামেয়াতুল মাদানিয়া

রাজফুলবাড়িয়া, সাভার, ঢাকা

 

advertisement