Rabiul Auwal 1428   ||   April 2007

একটি ভুল মাসআলা
জুমার নামায কি কখনো খোলা ময়দানে সহীহ হয় না?

টঙ্গীইজতেমায় জুমার  নামায ময়দানে পড়া হয়েছে। এতে কেউ একজন এই আপত্তি তুলেছেন যে, জুমার নামায শুদ্ধ হওয়ার জন্য ওয়াকফকৃত মসজিদ জরুরি, ময়দানে জুমার নামায শুদ্ধ হয় না এতে কোনো সন্দেহ নেই যে, জুমার নামায ও পাঞ্জেগানা নামায সবই জামাতের সঙ্গে শরয়ী মসজিদে আদায় করা সুন্নতে মুয়াক্কাদাহ। বিনা ওজরে মসজিদ ছাড়া অন্য কোথাও পড়া উচিত নয়। আর জুমার নামাযের বিশেষত্ব হল, এ নামাযে জামাত অপরিহার্য। বিনা জামাতে জুমা হয় না। তবে জুমার জন্য মসজিদ জরুরি, ময়দানে জুমা পড়লে জুমা হয় না একথা ঠিক নয়। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর জন্য গোটা ভূপৃষ্ঠকে মসজিদ বানিয়ে দিয়েছেন। -সহীহ বুখারী ৩৩৫; সহীহ মুসলিম ৫২২

এই বিধানে জুমা ও পাঞ্জেগানা সবই শামিল। হাঁ বিনা ওজরে মসজিদ ছেড়ে  বাইরে জুমা পড়া বা জামাত করা ঠিক নয়। আর তা নিয়ম বানিয়ে নেওয়ার তো প্রশ্নই আসে না। (টঙ্গীইজতিমার ওজরটি  তো স্পষ্ট, আশপাশের সকল মসজিদেও এতগুলো মানুষের সংকুলান হওয়া সম্ভয় নয়। তাই বাধ্য হয়ে  মাঠেই জামাত করতে হয়। -রদ্দুল মুহতার ২/১৫২; ফাতাওয়া হিন্দিয়া ১/১৪৮; আলমুসান্নাফ, ইবনে আবী শাইবা ৪/৪৮, হাদীস ৫১০৮, ৫১১১

 

advertisement