খবর ... অতঃপর ...
মন্তব্য : আবুন নূর
* আইন ছাড়াই বাড়ছে ইসলামি ব্যাংকিংয়ের পরিধি
ইত্তেফাক, ১৮ ডিসেম্বর ২০২২
# আইনের প্রয়োজন তো ব্যাংকিংয়ের কারবার ইসলামীকরণের জন্য। যেখানে ধর্মের নাম ব্যবহার করে মুনাফা অর্জনই মুখ্য, সেখানে আইন তো আরও প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে।
* আয় না থাকলেও সম্পদ বেড়েছে মেয়রের
সমকাল, ২৫ ডিসেম্বর ২০২২
# কেন? এ যুগে মেয়র হওয়াই কি সোর্স অফ ইনকাম নয়?
* ঢাকার বিভিন্ন পার্টিতে তরুণীদের খাওয়ানো হতো ভয়ঙ্কর মাদক
প্রথম আলো, ৩ জানুয়ারি ২০২৩
# আর একশ্রেণির ধনকুবের ও ক্ষমতাধর শকুনদের হাতে ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার হওয়াকে আজকাল আখ্যা দেওয়া হয় নারী স্বাধীনতা ও নারী অধিকারের অংশ হিসেবে।
* বিএনপির জ্যেষ্ঠ নেতাদের জামিনে সরকারের হস্তক্ষেপ নেই
বণিক বার্তা, ০৬ জানুয়ারি ২০২৩
# ও! তাহলে হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে দরখাস্ত কি ভিনদেশী কোনো সরকার এসে দাখিল করেছে?
* কবির বিন আনোয়ারকে আ. লীগ অফিসে বসতে বলেছেন শেখ হাসিনা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম, ০৬ জানুয়ারি ২০২৩
# যাক বেচারার দিলে পানি ফিরে এল। কৌতূহলী জনগণও স্বস্তি পেল। কারণ অতি বিশ্বস্ত এমন একজন লোককে চুক্তিভিত্তিক নিয়োগ না দিয়ে অবসরে যেতে দেওয়ায় অবাক হয়েছিলেন অনেকেই। কেউ কেউ এটা সেটা লেখালেখিও শুরু করে দিয়েছিলেন। অবশ্য কিছু বেরসিক লোক সরকারি চাকরির বিধিমালার কথা তুলে দুই বছর রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ না করতে পারার নিয়মটি নিয়েও কানাঘুষা করছেন।
* ইন্টারনেটের গতিতে সাত ধাপ এগিয়ে ১১৯তম বাংলাদেশ
জাগো নিউজ, ৭ জানুয়ারি ২০২৩
# কংগ্রাচুলেশন। ১১৯তম স্থানের ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে অগ্রযাত্রা শুভ হোক।
* যুক্তরাষ্ট্র বাংলাদেশের দুর্বলতা জানালে সমাধানের চেষ্টা করব : পররাষ্ট্রমন্ত্রী
প্রথম আলো, ৯ জানুয়ারি ২০২৩
# কেন কদিন আগেই তো বললেন, বিদেশীরা কিছু বললে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিতে। আপনার দলের সাধারণ সম্পাদকও বললেন, আমেরিকা যেন আমাদেরকে শেখাতে না আসে।
* সৌদি আরবে ২ বছরে রোনালদোর আয় হবে ৪৪৬৯ কোটি টাকা
কানাঘুষা আছে, এ টাকার একটি অংশ রয়েছে ২০৩০ সালে সৌদি আরবে ফুটবল বিশ্বকাপ আয়োজনে রোনালদোকে দূত হিসেবে ব্যবহার করার ফি বাবত।
প্রথম আলো, ১০ জানুয়ারি ২০২৩
# মক্কা-মদীনার হেফাজতকারী, হজ¦ ওমরার ব্যবস্থাপনাকারী সরকার যে কোন্ পথে হাঁটছে তা বোঝার জন্য বেশি নজির তো দরকার নেই। আর হাঁ, সৌদি আরব কিন্তু কোনো শিল্পোন্নত রাষ্ট্র নয়; তাদের আয়ের মূল উৎসই হচ্ছে, আল্লাহর দেওয়া খনিজ সম্পদ।
* ভারতের সঙ্গে আমরা রক্তের রাখিবন্ধনে আবদ্ধ : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
সমকাল, ১১ জানুয়ারি ২০২৩
# হাঁ, ভারতে হিন্দুদের মধ্যে বোন কর্তৃক ভাইদেরকে রাখিবন্ধনের রেওয়াজ তো রয়েছে। আর রক্তের কি না জানি না, এ দেশের অনেক লোকের সাথে তাদের দৃঢ় বন্ধন রয়েছে একথাও লোকজন জানত। আপনাদের সাথে রক্তের রাখিবন্ধনের স্বীকৃতিমূলক বক্তব্যে বিষয়টি আরও খোলাসা হল। বর্তমান পদটি চতুর্থ বারের মতো পাওয়ারও আশা করতে পারেন কাদের সাহেব।
* অর্থবছরের ছয় মাস <br>
বাংলাদেশ ব্যাংক থেকে সরকার নিল ৬৬ হাজার কোটি টাকা
বাংলাদেশ ব্যাংক সরকারকে ঋণ দেয়, ব্যাংকগুলোকে ধার ও পুনঃঅর্থায়ন-সুবিধা দিয়ে থাকে। আর কেন্দ্রীয় ব্যাংকের টাকা বাইরে ছাড়ার অর্থ উচ্চমানের টাকা (হাই পাওয়ার) বাজারে ছাড়া। কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ বেড়ে গেলে একদিকে বাজারে মুদ্রা সরবরাহ বেড়ে যায়, তাতে চাপ তৈরি হয় মূল্যস্ফীতির।
প্রথম আলো, ১২ জানুয়ারি ২০২৩
# এ নিয়ে বেশি কিছু বলা যাচ্ছে না। কে জানে কোন্টা আবার অপপ্রচার, দেশবিরোধী ষড়যন্ত্র বা অন্য কিছু হয়ে যায়। শুধু খবরটির শিরোনাম ধরে এতটুকু বলা যেতে পারে, বিপথগামী অধিকাংশ ব্যক্তি ও জাতি ধ্বংস হওয়ার পূর্বে হুঁশে আসে না।
* চুরির ভাগের টাকায় বিয়ে, ভাই-দাদির কুলখানি
প্রথম আলো, ১৪ জানুয়ারি ২০২৩
# কেন এসব ছোট চোরদের চুরির টাকায় কুলখানির খবর? বর্তমানে তো অনেক সরকারি বেসরকারি কর্মকর্তা, নেতা বড় বড় মসজিদ, এতীমখানা নিজেদের এবং নিজ মা-বাবার নামে পরিচালনা করে থাকেন। যদিও তাদের সেই উপরি আয়গুলোর ব্যাপারে মোটামুটি সবাই কমবেশি অবগত।
* ওসিসিআরপির প্রতিবেদন
সংসদ সদস্য আবদুস সোবহান বাড়ি কিনেছেন যুক্তরাষ্ট্রে
প্রথম আলো, ১৪ জানুয়ারি ২০২৩
# এক আবদুস সোবহানের কথা বলে লাভ কী? তার মতো অন্য যারা রয়েছেন এবং তার চেয়েও যারা বড় তারা কি আফ্রিকার কোনো দেশে বাড়ি কিনছেন?
এ শ্রেণির লোকদের তো উন্নত রাষ্ট্রগুলোই মূল ঠিকানা। বেড়াতে যাওয়া লোকেরা যেমন কোনো হোটেলে আগাম বুকিং দিয়ে যায় তেমনই হাল আমলের একশ্রেণির ক্ষমতাবানও ক্ষমতা-পরবর্তী সময়ের ঝক্কিঝামেলা এড়াতে দেশের বাইরে নিজেদের আগাম ঠিকানা বানিয়ে রাখে।
* সংকটকালে হাওড়ে উড়ালসেতু নিয়ে সমালোচনা
রাষ্ট্রপতি মুহাম্মদ আব্দুল হামীদের এলাকা কিশোরগঞ্জের মিঠামইন থেকে উড়াল সড়ক নির্মাণের জন্য পাঁচ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ নিয়ে বিশেষজ্ঞদের সমালোচনা। দেশের এ সংকটকালে যেখানে অর্থনীতি সব দিক থেকে চাপের মুখে রয়েছে, কড়াকড়ি আরোপ করা হয়েছে এলসি খোলাসহ বহু ক্ষেত্রে। সেখানে এত বড় প্রকল্প হাতে নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
সমকাল, ১৪ জানুয়ারি ২০২৩
# সমালোচনা, প্রশ্ন যাই উত্থাপিত হোক, উড়ালসেতু হাল আমলের উন্নয়নের প্রতীক! এটিকে বিদায়ী রাষ্ট্রপতি আব্দুল হামীদের বিদায়ী সংবর্ধনাও বলা যেতে পারে।
য় পাঠ্যবই নিয়ে অভিযোগ <br> দায় স্বীকার করলেন জাফর ইকবাল ও হাসিনা খান
নতুন শিক্ষাক্রমের আলোকে লেখা সপ্তম শ্রেণির বিজ্ঞান ‘অনুসন্ধানী পাঠ’ বইয়ের একটি অংশে ন্যাশনাল জিওগ্রাফিক এডুকেশনাল সাইট থেকে নিয়ে হুবহু অনুবাদ করে ব্যবহার করার যে অভিযোগ উঠেছে, তা সত্য বলে স্বীকার করে নিয়েছেন বইটির রচনা ও সম্পাদনার সঙ্গে যুক্ত থাকা অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক হাসিনা খান। এ জন্য তাঁরা এর দায় স্বীকার করেছেন।
প্রথম আলো, ১৭ জানুয়ারি ২০২৩
# এটাকেই সম্ভবত বলে, আল্লাহর মার। কেবলমাত্র ইসলামবিদ্বেষের পুঁজি নিয়ে যাদেরকে বানিয়ে ফেলা হয়েছিল এদেশের জেনারেল শিক্ষিত তরুণ-তরুণীদের আইডল, তাদের চৌর্যবৃত্তির স্বীকারোক্তিই এখন প্রচার করছে ওই আদর্শবান (!) লোকদের একসময়ের আপনজনেরা।
* ঢাকায় মধ্যরাতে গাড়ি থামিয়ে ছিনতাইয়ে র্যাব সদস্য : পুলিশ
প্রথম আলো, ২১ জানুয়ারি ২০২৩
# আস্তে বলুন, পাছে না আমেরিকা শুনে ফেলে। র্যাবের উপর আগের নিষেধাজ্ঞাগুলোই তো এখনো ওঠেনি।
* কখন থামতে হয় জানেন জেসিন্ডা আরডার্ন
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পরবর্তী মেয়াদে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রকাশিত কলাম।
ইত্তেফাক, ২২ জানুয়ারি ২০২৩
# বর্তমান বিশ্বের বিভিন্ন দেশের ক্ষমতাবানদের দিকে তাকালে এই মহিলাকে তো নিতান্ত বোকাই মনে হবে। বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধামনমন্ত্রীর এখনই অবসর! যেখানে অনেক দেশের ক্ষমতাধরেরা ৭০/৮০ বছর পরেও পরবর্তী কয়েক দশকের ভিশন তথা রূপকল্প পেশ করে ক্ষমতা আকড়ে থাকার কথা জানান দিয়ে যাচ্ছেন। রাষ্ট্রক্ষমতা যে একটি দায়িত্ব ও আমানত, এটি যে ভোগ বা উপভোগের বিষয় নয়, বরং একটি বড় জিম্মাদারি ও কঠিন বোঝা- সে উপলব্ধি থেকেই হয়তো এ সিদ্ধান্ত নিয়েছেন মহিলাটি। এর আগেও মহিলাটিকে কিছু কিছু ক্ষেত্রে বুদ্ধিমতি মনে হয়েছিল। যখন নিউজিল্যান্ডে একটি মসজিদে মুসলমানদের উপরে আক্রমণ হয় এবং অনেক মুসল্লী হতাহত হয়। তখনও জেসিন্ডা সকল রাখঢাক ও কৃত্রিমতা পরিহার করে মাথায় হিজাব পরে মুসলমানদের সমবেদনা জানাতে এসেছেন এবং তাদের পাশে দাঁড়িয়েছেন। অথচ সে দেশে মুসলমানেরা খুবই সংখ্যালঘু। জেসিন্ডার জন্য শুভকামনা।
* এ বছরই ভারত থেকে পাইপ লাইনে আসবে ডিজেল
ইত্তেফাক, ২২ জানুয়ারি ২০২৩
# কেন? বাংলাদেশে না অনেক বার তেলের মূল্য বাড়িয়ে দেওয়া হল এ অজুহাতে যে, দাম কম থাকলে পার্শ্ববর্তী দেশে পাচার হয়ে যাবে। এখন তো উল্টা কথা শোনা গেল- ভারত থেকে তেল আমদানি করবে সরকার!
* চৌর্যবৃত্তি ঠেকাতে ঢাবিতে নীতিমালা
গবেষণায় নকল করলে চাকরিচ্যুতি পদাবনতি বাতিল হবে ডিগ্রি
বণিক বার্তা, ২২ জানুয়ারি ২০২৩
# প্রতিবেদনে দেখলাম, ওই নীতিমালায় গবেষকের সাথে গবেষণা তত্ত্বাবধানকারী শিক্ষকগণের জন্যও শাস্তির বিধান রাখা হয়েছে। জাতি হিসেবে ভাবতে দুঃখ হয়, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের সর্বোচ্চ পর্যায়ের গবেষক ছাত্র ও শিক্ষকদেরকে যদি শাস্তির ভয় দেখিয়ে চৌর্যবৃত্তি থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করতে হয় তাহলে রাষ্ট্রের অন্যান্য বিভাগের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তা তো আর ব্যাখ্যা করে বলার প্রয়োজন হবে না।
* মেয়াদ ও ব্যয় বেড়েছে বঙ্গবন্ধু টানেল প্রকল্পের
বণিক বার্তা, ২৩ জানুয়ারি ২০২৩
# মেয়াদ বৃদ্ধি তো গাণিতিক হারে ব্যয়ও বৃদ্ধি। ব্যয় বৃদ্ধি তো কিছু লোকের পকেটের স্বাস্থ্য বৃদ্ধি। এ আর নতুন কী? এই তো গত ২৯ ডিসেম্বর পত্রিকায় একটি শিরোনাম দেখলাম, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, টাকা বেশি পাওয়ার আশায় প্রকল্প দীর্ঘায়িত করা হয়।
* সংবিধানবিরোধী যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে সজাগ থাকুন : রাষ্ট্রপতি
বণিক বার্তা, ২৩ জানুয়ারি ২০২৩
# আর যখন নিজেদের ক্ষমতা স্থায়ী বা নিরাপদ করার প্রয়োজন হবে তখন সে সংবিধানকে কেটেছিঁড়ে সংশোধন করে ফেলুন। ইতিমধ্যেই তো দের ডজন বারের মতো সংশোধিত হয়েছে সংবিধান বেচারা।
গ্রন্থনা : মাওলানা ওয়ালিউল্লাহ খান