Safar 1428   ||   March 2007

আমাদের আলকাউসার

আলকাউসার আলকাউসার

তোমায় ভালোবাসি

তোমায় কাছে পেয়ে এবার

প্রাণ খুলে সব হাসি।

কুরআন হাদিস ফিক্হ দ্বারা সব

গোমরাহী দূর করে

আধাঁর স্থলে আলোর বিকাশ

করছ তুমি আসি।

তাই প্রাণ খুলে সব হাসি।

কুসংস্কার, ভুল ধারণা

অপব্যাখ্যা যত

সত্য সঠিক আলোর বানে

যাচ্ছে সবই ভাসি।

প্রাণ খুলে সব হাসি।

তিমির ঘেরা এই সময়ে

কুরআন-হাদীস-জ্যোতি

যাও বিলিয়ে, হোক ধন্য

সকল বিশ্ববাসী

প্রাণখুলে সব হাসি

আলকাউসার আলকাউসার

তোমায় ভালোবাসি।

 

মুহাম্মাদ উবায়দুল্লাহ

মুহাম্মাদ নগর মাদরাসা, খুলনা

 

 

advertisement