Safar 1428   ||   March 2007

আলকাউসার পরিবারকে জানাই আন্তরিক মুবারকবাদ

সেদিন ছিল মঙ্গলবার। নোয়াখালীর ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান ওয়াসেকপুর জামিয়ার দপ্তরে বসে একটি দৈনিকের শিরোনামগুলো দেখছিলাম। এমন সময় জামিয়ার ওস্তাদ স্নেহভাজন মাওলানা শরাফত সাহেব এসে মাসিক আলকাউসার নামক একটি নতুন সাময়িকীর কথা জানালেন। তিনি পত্রিকাটি সম্পর্কে এমন আকর্ষণীয়ভাবে মন্তব্য করলেন যে, আমি কৌতুহলী হয়ে পত্রিকাটির একটি কপি পেতে আগ্রহ প্রকাশ করলাম। তার কাছে সংরক্ষিত একটি পুরাতন কপি আমাকে এনে দিলেন। হাতে নিয়ে আগ্রহ ভরে পড়তে থাকলাম। যতই অগ্রসর হচ্ছিলাম ততই বিস্মিত হচ্ছিলাম। কারণ এতে রয়েছে যুগ চাহিদার বহু গুরুত্বপূর্ণ বিষয়ের সমাহার। এ যেন সর্বসাধারণসহ উলামা তলাবার এক দরদী রাহবার। এ যেন যুগচাহিদা পূরণের  ও দ্বীনী জ্ঞান আহরণের এক দুর্লভ ভাণ্ডার। আরও রয়েছে মানব-আত্মার প্রচুর রুহানী খোরাক, আর বিপথগামীদের সঠিক পথের সন্ধান দানের উজ্জ্বল মশাল। বিশেষভাবে তালিব ইলমদের আমল-আখলাক সংশোধনের বহু উপকরণসহ শিক্ষা-পরামর্শমূলক দিক-নির্দেশনা। এছাড়াও পত্রিকাটিতে অনেক নতুন বিষয় এসেছে, যা একান্ত সময়োপযোগী ও বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি। আমার মতে প্রতিটি তালিবে ইলম, তালিবে খোদা এবং সর্বসাধারণের জন্য পত্রিকাটি নিয়মিত পাঠ করা একান্ত আবশ্যক।

পরিশেষে পত্রিকাটির বহুল প্রচার কামনা করছি। এই বিশেষ আয়োজন যাঁদের শ্রম, ত্যাগ ও ইখলাসের ফসল তাঁদের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আল্লাহর কাছে তাঁদের নেক হায়াত ও উখরভী নাজাত কামনা করছি।

সফিউল্যাহ আলমুস্তফা হাতিয়ূভী

জামিয়া আজিজিয়া, ওয়াসেকপুর

 

advertisement