খবর ... অতঃপর...
* ভারতে বেআইনিভাবে মুসলিমদের শাস্তি দেওয়ার প্রবণতা বাড়ছে : এইচআরডব্লিউ
প্রথম আলো, ০৭ অক্টোবর ২০২২
# তাহলে কি দ্বিজাতিতত্ত্বের প্রবক্তারা ঠিকই ভেবেছিলেন?
* পেনশন বৈষম্যের শিকার সুইজারল্যান্ডের পুরুষেরা
প্রথম আলো, ১২ অক্টোবর ২০২২
# বৈষম্যে ভরা পৃথিবীর এটিই তিক্ত বাস্তবতা। কোথাও নারী-বৈষম্য। কোথাও পুরুষ-বৈষম্য। কোথাও সাধারণ নাগরিক ও ক্ষমতাবানদের মাঝে বৈষম্য। কোথাও ধনী-দরিদ্রের মাঝে বৈষম্য। জুুলুমের ব্যবস্থাপনা ও জালিম শাসক এই দুটির সমন্বয়ে যা হয়।
* রেকর্ড নগদ টাকা মানুষের হাতে
এক বছরে বেড়েছে সাড়ে ১৩ শতাংশ আমানত সঙ্কটে ব্যাংক
নয়াদিগন্ত, ১৬ অক্টোবর ২০২২
# অর্থ ও আর্থিক ব্যবস্থাপনায় নিয়োজিত কর্তৃপক্ষের প্রতি অনাস্থা তো আর এমনি এমনি তৈরি হয় না। কর্তাব্যক্তিরা আয়নায় নিজেদের চেহারা দেখলে বুঝতে পারবেন। আর ওই যে গভর্নর সাহেব বললেন, বাংলাদেশে কোনো ব্যাংক বন্ধ হয়নি, ভবিষ্যতেও বন্ধ হবে না। দ্বিতীয় কথাতে মনে হচ্ছে, তিনি একজন আলিমুল গাইব, অদৃশ্যের ও ভবিষ্যতের বিষয় জানেন (নাউযুবিল্লাহ)। আর ভদ্রলোক কিছু সত্য চেপে গেলেন কি না- তা তো ওয়াকিফহাল মহলের অজানা নয়। বাংলাদেশে কোনো ব্যাংক বন্ধ না হলেও অনেকগুলো ব্যাংক যে জনগণের করের টাকা দিয়ে বছরকে বছর টিকিয়ে রাখা হচ্ছে- তা কে না জানে? এমনকি আপনজনদের লাইসেন্স দেওয়া বেসরকারি ব্যাংককে ‘আইসিও’ থেকে এনে সরকারি টাকায় আবার দাঁড় করানোর কথাও কি এই লোক জানেন না। মখা আলমগীরের সেই ফার্মার্স ব্যাংক, যাকে খোলস পাল্টে পদ্মা ব্যাংক করা হয়েছে- সেটির কথাও কি তিনি ভুলে গেছেন? এছাড়া একসময়ের আলবারাকা ব্যাংক, পিকে হালদারের এনআরবি গ্লোবাল ব্যাংক (বর্তমানে গ্লোবাল ইসলামী ব্যাংক)সহ আরও কত উদাহরণই তো টানা যায়! সুতরাং ওয়াযে কাজ দেবে না; প্রয়োজন সততা ও নিষ্ঠার সাথে সঠিক নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা।
* অন্ধত্ব জয়, ঘর থেকে মসজিদ পর্যন্ত রশি টাঙিয়ে নামাযে যান বৃদ্ধ
অন্ধত্ব জয় করে কারো সহযোগিতা ছাড়াই ওই রশি ধরে দৈনিক পাঁচ বেলা মসজিদে গিয়ে নামায পড়েন আফ্রিকার দেশ সুদানের এই বৃদ্ধ। মানুষ বৃদ্ধের প্রশংসার পাশাপাশি মসজিদ কর্তৃপক্ষকে তার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটি সুন্দর যাতায়াতের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন।
নয়া দিগন্ত, ১৮ অক্টোবর ২০২২
# আল্লাহর এই নেক বান্দাদের ওসীলাতেই হয়ত আমরা দুনিয়াবাসী এখনো রিযিক পাচ্ছি।
* ঢাকায় আসছেন ‘দ্য রক’, অগ্রিম টিকেট বিক্রি শুরু
এনটিভি, ১৮ অক্টোবর ২০২২
অবশেষে ঢাকায় নোরা ফাতেহি
প্রথম আলো, ১৮ নভেম্বর ২২
# শুনেছি, সরকার ডলার সাশ্রয়ের জন্য কসরত করে যাচ্ছে। ব্যবসায়ী ও সাধারণ জনগণের ওপরও বিভিন্ন প্রকারের নিয়ন্ত্রণ ও কড়াকড়ি আরোপ করা হচ্ছে। তাহলে কি ওই বিদেশীরা টাকাতেই পারিশ্রমিক নেবে? তা না হলে পণ্য আমদানির এলসি খোলার বেলায় ডলার বাঁচানোর জন্য নিয়ন্ত্রণ আরোপ, অন্যদিকে গায়ক ও নর্তকীদের পেছনে, রাঘব-বোয়ালদের অহেতুক কাজে ডলার ব্যয়ের সুযোগ দান কোন্ যুক্তিতে? এসব কাজের আয়োজকরা কি সরকারে নীতিনির্ধারকদের থেকেও বেশি ক্ষমতাবান? একটি জাতি এভাবেই ধ্বংসের অতল গহ্বরে হারিয়ে যায়; যখন সে বার বার সংকেত পাওয়ার পরও সতর্ক হয় না। সেই বিখ্যাত প্রবাদই এসব পরিস্থিতিতে মনে পড়ে- ‘রোম যখন পুড়ছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিল’।
* দলটাকে বাঁচান, টাকাপয়সার লেনদেন বন্ধ করেন : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আপনারা দলটাকে বাঁচান। টাকাপয়সার লেনদেন- এগুলো বন্ধ করেন। কমিটি করতে টাকা লাগবে, এটা বিএনপির হতে পারে, আওয়ামী লীগ এ চর্চা করতে পারে না। টাকাপয়সা নিয়ে মনোনয়ন- এ চর্চা চিরতরে বন্ধ করতে হবে। এটা শেখ হাসিনার নির্দেশ।’
এ সময় তিনি নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি, একজন আরেকজনের বিরুদ্ধে গিবত বন্ধ করার আহ্বান জানান।
প্রথম আলো, ২৬ অক্টোবর ২০২২
# টাকা-পয়সার লেনদেন (অবৈধ) এমন একটি বদঅভ্যাস যা একবার চালু হলে বন্ধ করা অনেক কঠিন। তাই এখন বন্ধ করার আহ্বান না জানিয়ে শুরুতেই চালু না করাই কি যুক্তিযুক্ত ছিল না?
* মতিঝিলে ‘১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে’ সিসি ক্যামেরায় ধরা ৩ পুলিশ সদস্য
প্রথম আলো, ২৬ অক্টোবর ২০২২
# রক্ষকই ভক্ষক সেই প্রবাদের নজির তো বর্তমানে পাওয়া যায়। কিন্তু এটাকে কী বলবেন? বলা যেতে পারে, বেড়াই ক্ষেত খেয়ে ফেলেছে।
* ২.৫ শতাংশ অর্থ দিয়ে ঋণ অবসায়নের সুযোগ মিলবে
প্রথম আলো, ২৭ অক্টোবর ২০২২
# হাঁ, কিছুদিন আগে দেখলাম, বার বার দেশের এক নম্বর ঋণখেলাপি হওয়া এক মহা ক্ষমতাধরও এর পক্ষে সাফাই গাইলেন! বললেন, যারা সমস্যাগ্রস্ত-ঋণখেলাপি তাদেরকে সুযোগ দেওয়া উচিত। তখনও বোঝা গেছে, এই সুযোগগুলো আসলে কাদের জন্য তৈরি হচ্ছে। এমনি এমনি কি আর কেন্দ্রীয় ব্যাংকের প্রেস কনফারেন্স করে ঘোষণা দিতে হয়, ব্যাংকে টাকা নিরাপদ আছে। জনগণের টাকা যদি ব্যাংকেই নিরাপদ থাকে হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ কি বিদেশ থেকে আসা?
* বিএনপির গণসমাবেশ : ক্ষুব্ধ যাত্রী বললেন, ‘সরকারি বিআরটিসির বাসও চলবে না কেন?’
প্রথম আলো, ২৮ অক্টোবর ২০২২
# যাত্রী লোকটি ভেবেছিল, অন্যান্য পরিবহণ হয়ত বাইরের কোনো চাপে বা সিদ্ধান্তে বন্ধ আছে।
* শিগগিরই তুলে নেওয়া হবে লেন্ডিং রেট : আইএমএফকে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, বর্তমানে দেশে রিজার্ভের পরিমাণ ৩৫ দশমিক ৮০ বিলিয়ন ডলার। কিন্তু আইএমএফের হিসাব পদ্ধতি অনুসরণ করলে তা কমে দাঁড়াবে ২৭ দশমিক ৪ বিলিয়ন ডলারে।
দা বিজনেস স্ট্যান্ডার্ড, ২৮ অক্টোবর ২০২২
# এসব বিতর্ক এক ধরনের আইওয়াশ। বাঙালকে হাইকোর্ট দেখানো। আট-দশ বিলিয়ন ডলার অতিরিক্ত থাকলেও সেটাও বা ক’দিনের খরচ? ৩৫ আর ২৭ এর ফারাকটা কি অনেক বেশি? আসল সত্য তো সবাই জানে। দেশে জরুরি খরচ মেটাবার জন্য পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা নেই। যার কারণে জনগণ ও ব্যবসায়ীরা টাকা দিয়েও প্রয়োজনীয় বিদ্যুৎ পাচ্ছে না। ব্যাপক নিয়ন্ত্রণ চলছে আমদানী বাণিজ্যে। জ্বালানীসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির উচ্চমূল্যের জন্য জনগণের নাভিশ্বাস উঠছে। আসলে ওসব তাত্ত্বিক বিতর্ক টেনে এনে বিশ্ব ও দেশীয় মোড়লরা জনগণের দৃষ্টি এড়াবার চেষ্টাই করে থাকে হয়তো। কথাগুলো এমন- সরকার বলল, এবার জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ পার্সেন্ট। বিশ্বব্যাংক আইএমএফ বলল, সেটি হবে সাড়ে ছয় পার্সেন্ট। সরকার বলল, মাথাপিছু আয় তিন হাজার ডলার। বিদেশীরা বলল, না, হয়তো ২৯ শ ডলার হবে। এসব দিয়ে কি সাধারণ জনগণের পেট ভরে, না কষ্ট লাঘব হয়?
* ওসির দাম্ভিকতায় জুমা পড়তে পারলেন না শতাধিক মুসল্লি
ঢাকা টাইমস, ২৯ অক্টোবর ২০২২
# এখন তো গোপাল কুমার, পিকে হালদার, শ্রী রাম, অসিম কুমার গংদেরই যুগ। জুমার সালাতের জন্য রাম বাবুদের অনুমতি নিতে হয়- এটাই তো আজকের বাংলাদেশের বাস্তবতা! এক যুগ আগে বাংলাদেশ কি এমন ছিল?
* জালিয়াতি মামলায় কাজী এরতেজা গ্রেফতার
বাংলা ট্রিবিউন রিপোর্ট, ১ নভেম্বর ২০২২
# আগে থেকেই ভদ্রলোকের লেবাস এবং কাজ-কর্মে মিল দেখা যায়নি। একদিকে পাগড়ি আরেক দিকে ক্রীড়াদলের মালিক। ব্যবসায়ী গ্রুপের নেতা। প্রচলিত খবরের কাগজের বিলবোর্ড সম্পাদক। কত কাজের কাজিই তো তিনি! আর ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কমিটির পদের কথাও শুনেছি। সাথে একটি বিচ্ছিন্ন দ্বীনী জামাতের পক্ষ নিয়ে সাধারণ আলেমদের বিরুদ্ধে বিষোদ্গারও নাকি করতেন! এত পদ-পদবি ও ক্ষমতার পরও শ্রীঘরে যাওয়ার পেছনে কত বড় কী আছে কে জানে?
* নিজেদের জনগণের খাদেম বলে বিবেচনা করতে হবে : প্রধানমন্ত্রী
বাংলা ট্রিবিউন, ০২ নভেম্বর ২০২২
# খাদেমই তো বটে! আর যেগুলো নেওয়া হচ্ছে সেগুলো খেদমতচার্জ (সার্ভিস চার্জ)।
* আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে : সংসদে কাদের
যুগান্তর, ০২ নভেম্বর ২০২২
# খেলার আসর তো এখন অস্ট্রেলিয়া ও কাতারে চলছে। কাদের সাহেব কেন এ দেশটাকে স্টেডিয়াম বানিয়ে ফেলতে চাচ্ছেন?
* দেনায় জর্জরিত বিমান : শুধু তিন সংস্থার পাওনা ১৮ হাজার কোটি টাকা
কালের কণ্ঠ, ৩ নভেম্বর ২০২২
# কদিন পর হয়তো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতো বিমান চলাচল মন্ত্রীও সংবাদ সম্মেলন করে ঋণদাতাদের জানাবেন, বাংলাদেশ বিমানে আপনাদের ঋণ নিরাপদে আছে। চোখ বন্ধ করে আরও দিতে থাকুন। দেশ-বিদেশের বেসরকারি অনেক বিমান সংস্থার ব্যবসা যেখানে দিন দিন বেড়েই চলেছে সেখানে আমাদের মতো দেশে সরকারি বিমান সংস্থাগুলোর যাবতীয় রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পেয়েও কী কারণে এ বেহাল দশা- তা কি আর বুঝিয়ে বলার দরকার আছে?
* জিএম কাদেরের বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ হাইকোর্টের
ইত্তেফাক, ৩ নভেম্বর ২০২২
# জিএম কাদেররা কী বুঝে পথ পাল্টাতে চান জানি না। তাঁর বড় ভাই ও ভাবির পথ ছেড়ে সত্যিকারের বিরোধী দলের ভাব দেখালে কী হবে- তা আগেই বোঝা দরকার ছিল। তাঁর বড় ভাই এরশাদ সাহেব ছিলেন ৯ বছরের একনায়ক শাসক। তাঁকে ক্ষমতা থেকে নামানোর জন্য যারা ৯টি বছর জান বাজি রেখে আন্দোলন করেছে, হত্যামামলাসহ বহু ফৌজদারি মামলার চূড়ান্ত রায়ের ঝুঁকি মাথায় নিয়ে তিনি মন্ত্রী পদমর্যাদায় সেসব দলের সরকার প্রধানের উপদেষ্টার পদ অলঙ্কৃত (!) করে গেছেন মৃত্যু পর্যন্ত। জিএম কাদের ও তাঁর দল সে মজা (বিরোধী দলীয় নেতা, উপনেতা, বিরোধীয় দলীয় চীফ হুইপ, হুইপ, ভাগে পাওয়া এমপিত্বসহ আরও বিভিন্ন সুযোগ-সুবিধা) ভোগ করে যাচ্ছেন তো বহু বছর থেকেই। সুতরাং জিএম কাদেরের উচিত ভাই-ভাবির মতো সুবোধ বালক হয়ে থাকা। না-হয় আরও কত কী দেখতে হবে।
আরেকটি কথা, জিএম কাদেরের ঘটনার জন্য কেউ সরকারের দিকে বাঁকা চোখে তাকাবেন না। কারণ, তাঁর উপর বিভিন্ন নিষেধাজ্ঞা তো আসছে আদালত থেকে। এতে সরকারের কী-ই বা করার আছে!
* দেশে এখনও ব্রিটিশ ভারত ও পাকিস্তান আমলের ৩৬৯টি আইন চালু রয়েছে : সংসদে আইনমন্ত্রী
সমকাল, ০৩ নভেম্বর ২২
# স্বাধীনতা আর কাকে বলে! গোলামী ও স্বাধীনতার আক্ষরিক ফারাক বোঝার জন্য এসব বিষয়গুলোই যথেষ্ট।
* গরু চুরির মামলায় পদ হারাতে যাচ্ছেন ছাত্রলীগ নেত্রী বাবলী
ইত্তেফাক, ০৩ নভেম্বর ২০২২
# সবকিছুর পর এখন গরু চুরি! হায়রে বেচারি।
* পদবি মিললেও পদ মিলবে না হাজার কর্মকর্তার
ইত্তেফাক, ০৪ নভেম্বর ২০২২
# পদ নয়, বেতন-ভাতা, সুযোগ-সুবিধা ও রাষ্ট্রের সম্পদ পকেটে নেওয়ার সুযোগ তো শুধু পদবি দ্বারাই অবারিত হবে।
* এক শামীমার কাছে জিম্মি ১২ শ শিক্ষক!
ইত্তেফাক, ৪ নভেম্বর ২০২২
# শামীমারা আসলে একা থাকেন না। তাদের পেছনের শক্তিগুলোই হল মূল। যাদেরকে তারা ম্যানেজ করে চলে। শুধু একটি সেক্টরই নয়, বরং এমন শত শত সেক্টরেই সাধারণ জনগণ বিভিন্ন কর্তা-কর্র্তীদের কাছে জিম্মিদশায় জীবন যাপন করছে। স্বাধীন দেশে বসবাস করেও এদেশের সাধারণ জনগণ জিম্মি!
* উচ্চ মাধ্যমিকে সন্তানরা কী শিখল, সন্দিহান অভিভাবকরা
সংক্ষিপ্ত সিলেবাসে অনলাইনে ক্লাস আর হঠাৎ বন্যায় পরীক্ষা পেছানোয় প্রস্তুতিতে ঘটেছে ব্যাঘাত; তবুও ভালো ফলের প্রত্যাশা করলেও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ও উচ্চ শিক্ষা নিয়ে দুঃশ্চিন্তায় পরীক্ষার্থী ও অভিভাবকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, ৬ নভেম্বর ২০২২
# ১৯৭১/৭২ -এর মেট্রিক পরীক্ষার্থীরা তো শুনেছি তাদের পাশের সন জনসম্মুখে বলতে চায় না। এই অটোপাশ এবং হাফ অটোপাশ শিক্ষার্থীদের অবস্থা ভবিষ্যতে কী হবে সেটি তো পরের কথা; কিন্তু এখনই যে তারা বেহাল দশায় পড়ছে তার একটি নমুনামাত্র এটি।
* প্রশ্নপত্র ফাঁসের অপচেষ্টা করলেই ব্যবস্থা : শিক্ষামন্ত্রী
প্রথম আলো, ০৬ নভেম্বর ২০২২
# পেছনের বছরগুলোতে যারা ফাঁস করেছিল তাদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে? নাকি তারা অপচেষ্টা না করে চেষ্টায় সফল হওয়ায় বেঁচে গেছে?
* আইএমএফের ঋণ নিয়ে দোদুল্যমান বাংলাদেশ
বণিকবার্তা, ০৬ নভেম্বর ২০২২
# দোদুল্য বা এক দুল্য- যাই হোক এই তিতা ঢোক গেলা তো সময়ের অপেক্ষামাত্র।
* দুদকের সাবেক কর্মকর্তা শরীফ এখন দোকানের কর্মী
দীর্ঘ সময় চট্টগ্রামে কর্মরত ছিলেন শরীফ। তিনি কক্সবাজারে ৭২টি প্রকল্পে সাড়ে ৩ লাখ কোটি টাকার ভূমি অধিগ্রহণে দুর্নীতি, কিছু রোহিঙ্গার এনআইডি ও পাসপোর্ট জালিয়াতি, কর্ণফুলী গ্যাসে অনিয়মসহ বেশ কিছু দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি মামলা করেন।
গত বছরের ১৬ জুন শরীফ উদ্দিনকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। এরপর তাঁকে ১৬ ফেব্রুয়ারি চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুতির কোনো কারণ উল্লেখ করেনি কর্তৃপক্ষ। তিনি ২৭ ফেব্রুয়ারি ওই আদেশ প্রত্যাহারপূর্বক চাকরিতে পুনর্বহালের আবেদন করেন। তবে তাঁর আবেদন কমিশনের কাছে বিবেচিত হয়নি। শরীফকে চাকরিতে পুনর্বহাল চেয়ে এক আইনজীবী হাইকোর্টে রিট করেন। সেটির এখনো শুনানি হয়নি।
সাড়ে সাত বছরের চাকরিজীবনের প্রথম ছয় বছরই বার্ষিক গোপনীয় প্রতিবেদনে (এসিআর) শরীফ উদ্দিনকে দুদকের জ্যেষ্ঠ কর্মকর্তারা ‘অতি উত্তম’ হিসেবে মূল্যায়ন করেন। তাঁকে তদন্তকাজে ‘অভিজ্ঞ’ এবং ‘উদ্যমী ও দক্ষ কর্মকর্তা’ হিসেবে উল্লেখ করেছে দুদক। চাকরিচ্যুতির কোনো কারণ উল্লেখ করেনি কর্তৃপক্ষ।
প্রথম আলো, ৭ নভেম্বর ২০২২
# এখন তো লোকটিকে নিয়ে সংবাদ মাধ্যমগুলোর হাউকাউয়ের কমতি দেখা যাচ্ছে না। কিন্তু লোকটিকে কেন দুদক থেকে সরে যেতে হয়েছিল সেই অন্তর্নিহিত কারণগুলো অনুসন্ধান ও প্রচার করার সাহস কি এই সংবাদমাধ্যমগুলো দেখিয়েছে? আসল কাজ তো সেটি ছিল। প্রশ্নটি একজন শরীফের নয়, শত শত শরীফদের, একটি সমাজের ও একটি রাষ্ট্রের। এটিই হাল আমলের মিডিয়াগুলোর সাধারণ চরিত্র। আসল কাজে হাত না দিয়ে আশপাশের অপ্রাসঙ্গিক কথা-বার্তায় জনগণকে নিমগ্ন রাখা এবং তাদের প্রভু ক্ষমতাধরদের নীরবে শোষণের সুযোগ করে দেওয়া।
* এসআইয়ের ঘুষ চাওয়ার অডিও ফাঁস
‘এই কত পাঠাচ্ছ, এটার জন্য তুমি আমারে...’
প্রথম আলো, ১০ নভেম্বর ২০২২
# এরকম একটি-দুটি অডিও ফাঁস করে কী বোঝানো হচ্ছে? বাকি সব সাহেবরাই ধোয়া তুলশিপাতা!
* রিজার্ভের অর্থ মানুষের কল্যাণে ব্যয় করেছে সরকার : প্রধানমন্ত্রী
বণিকবার্তা, ১৩ নভেম্বর ২০২২
# কথা তো সত্যি। যাদের পেছনে বা পেটে রিজার্ভের অর্থ গেছে তারা তো ‘বনী আদমই’।
* ভালো মুনাফা করেছে রাষ্ট্রায়ত্ত তিন তেল কোম্পানি
বণিকবার্তা, ১৩ নভেম্বর ২০২২
# দোকানদার মাত্র তিন জন। আর ক্রেতা পুরো দেশের জনগণ। দামও এককভাবে তারাই ঠিক করে। মন চাইলে ৫০/৬০ পার্সেন্ট একসাথে বাড়িয়ে দেয়। তারপরও যদি মুনাফা না হয়!
* ব্যাংকে টাকার সংকট হলে দেবে কেন্দ্রীয় ব্যাংক
প্রথম আলো, ১৪ নভেম্বর ২০২২
দুই বছরে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ ১ লাখ ৭৫ হাজার কোটি টাকা বেড়েছে
বণিকবার্তা, ১৭ নভেম্বর ২০২২
# মন্তব্যের প্রয়োজন নেই, শুধু দুটি খবর মিলিয়ে নেন। এরপর বুঝুন সরকারে যোগান দেওয়ার যোগ্যতা কতটুকু।
* কাগজও দামের চূড়ায়
সমকাল, ১৪ নভেম্বর ২২
# কোন্ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামই বা তলায় আছে? আর মাসকে মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে অটোপাস ও হাফ অটোপাস দেওয়া এবং পাওয়া জাতির জন্য কাগজ কলম ও লেখাপড়ার এত দরকারই বা কীসের?
* ফারদিন হত্যার ঘটনায় কোনো অকাট্য প্রমাণ মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম আলো, ১৪ নভেম্বর ২০২২
# বোঝা গেল, অকাট্য বিষয়টিও এখন আপেক্ষিক হয়ে গেছে।
* অন্য কোনো দেশে আগের রাতে ব্যালট বাক্স ভর্তির দৃষ্টান্তের কথা শুনিনি : জাপানি রাষ্ট্রদূত
প্রথম আলো, ১৪ নভেম্বর ২০২২
# ভদ্রলোককে ভাগ্যবান মনে হচ্ছে। তিক্ত সত্য বচনের পর এখনও তেমন ট্রলের শিকার হচ্ছেন না। না-হয় একসময়ের মার্কিন রাষ্ট্রদূত মজিনাকে তো কর্তাব্যক্তিরা কাজের মেয়ে মর্জিনাও আখ্যা দিয়েছিল।