Safar 1444   ||   September 2022

আরেকটি কুসংস্কার
এক সন্তান গর্ভে থাকতে আরেক সন্তানের খতনা করানো যাবে না

কিছু মানুষকে প্রশ্ন করতে দেখা যায়, স্ত্রী গর্ভবতী অবস্থায় কি অন্য সন্তানের খতনা করানো যাবে? এতে কি গর্ভের সন্তানের কোনো ক্ষতি হবে? বা  এক্ষেত্রে কি কোনো বিধিনিষেধ আছে?

এটি একটি সামাজিক কুসংস্কার। গর্ভবতী নারীর বিষয়ে সমাজে আরো কুসংস্কার প্রচলিত আছে- চন্দ্র ও সূর্য গ্রহণের সময় গর্ভবতী নারী মাছ কাটতে পারবে না, গর্ভবতী নারী কোনো কিছু ছিদ্র করতে পারবে না; তাহলে গর্ভের সন্তান কান ছিদ্র বা ঠোঁট কাটা হবে, অথবা সন্তান বিকলাঙ্গ হবে ইত্যাদি। এগুলো সবই কুসংস্কার। এ থেকে বেঁচে থাকা আবশ্যক।

 

advertisement