Muharram 1428   ||   February 2007

গৃহাভ্যন্তরে নবীজি

হযরত জাবির রা. বলেছেন, একদিন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহারের সময় তরকারি চাইলেন। ঘর থেকে বলা হল, সিরকা ছাড়া ঘরে আর কিছু নেই। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা-ই আনতে বললেন এবং তা দিয়েই (রুটি) খেতে লাগলেন। খেতে খেতে বললেন نِعْمَ الْإِدَامُ الْخَلُّ সিরকা কত উত্তম তরকারি । -সহীহ মুসলিম হাদীস ২০৫১

হযরত উম্মে হানী রা. বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার গৃহে তাশরীফ আনলেন এবং কোনো খাবার আছে কি না জিজ্ঞাসা করলেন। আমি বললাম, কয়েক টুকরা শুকনা রুটি ও সিরকা ছাড়া আর কিছু নেই। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন,

قَرِّبِيهِ، فَمَا أَقْفَرَ بَيْتٌ مِنْ أُدْمٍ فِيهِ خَلٌّ তা-ই নিয়ে এস । যে গৃহে সিরকা রয়েছে তা খাদ্যশূন্য নয়। -জামে তিরমিযী, হাদীস ১৮৪০

 

দুধ পানের দুআ

দুধ পানের পর এই দুআ পড়বে,

اللهم بارك لنا فيه وزدنا منه

অর্থ: ইয়া আল্লাহু, এতে আমাদের জন্য বরকত দান করুন এবং এটি আমাদেরকে আরও বেশি দান করুন।

দুআটি যে হাদীসে রয়েছে

হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, একদিন আমি ও খালিদ ইবনুল ওয়ালিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে (উম্মুল মুমিনীন) মাইমুনা রা.-এর নিকটে গেলাম। তিনি আমাদেরকে এক পাত্র দুধ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাত্র থেকে পান করলেন। আমি তার ডান পার্শ্বে ছিলাম এবং খালিদ বাম পার্শ্বে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, এবার তোমার পালা। তবে তুমি ইচ্ছা করলে আগে খালিদকে দিতে পার। আমি বললাম, আপনার ঝুটা আমিই আগে পান করতে চাই। শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘‘যাকে আল্লাহ তাআলা কোনো খাবার দান করেন সে যেন বলে,

 ,اللهم بارك لنا فيه واطعمنا خيرا منهইয়া আল্লাহ, এই খাবারে আমাদের জন্য বরকত দিন এবং আমাদের এর চেয়ে উত্তম খাবার দান করুন। আর যাকে আল্লাহ্ তাআলা দুধপান করান সে যেন বলে,اللهم بارك لنا فيه وزدنا منه ইয়া আল্লাহ,এতে আমাদের জন্য বরকত দান করুন এবং এটি আমাদেরকে আরও বেশি দান করুন। কেননা কেবল দুধই খাদ্য ও পানীয় উভয়টার কাজ করে।

ইমাম তিরমিযী রহ. এই বর্ণনাটিকে حسن বলেছেন। -জামে তিরমিযী

 

advertisement