খবর ... অতঃপর ...
- ভয়াবহ বালুঝড়ে উড়ে গেল সৌদির কনসার্ট। -দৈনিক নয়া দিগন্ত, ১৭ জানুয়ারি ২০২২
- এরপরও শিক্ষা হয়েছে বলে মনে হয় না। একটি কথা মনে রাখা দরকার, সবাইকে সব কাজ মানায় না। সৌদি যুবরাজ এমবিএস ভেবেছেন, পশ্চিমের বেহায়াপনাগুলো আমদানি করে সব কূল খুশি রাখতে পারবেন। কিন্তু এসব করে তার সফলতা আসবে বলে মনে হয় না। ধীরে ধীরে তার দেশের অধিকাংশ লোক এবং বিশ্ব মুসলিমের হৃদয় তার বিপক্ষে তো যাচ্ছেই, সেইসঙ্গে আল্লাহ তাআলা তাকে সতর্কবার্তাও পাঠাচ্ছেন বলে মনে হয়। দেখা যাক কী হয়?
- রোগীর সঙ্গে ডাক্তারের দেখা হয়নি, তবুও ফি ৮ হাজার টাকা! -দৈনিক যুগান্তর, ২১ জানুয়ারি ২০২২
- রোগীর সৌভাগ্য যে, ডাক্তারের সঙ্গে দেখা হয়নি। দেখা হলে না জানি কত ফি দিতে হত!
- ঠাণ্ডায় ফুটপাতে মরে পড়ে রইলেন বিখ্যাত আলোকচিত্রী। -যমুনা টেলিভিশন, ৩১ জানুয়ারি ২০২২
- নিশ্চয় তার ভক্তরা ছাড়াও সোশ্যাল মিডিয়ায়ও অনেক ফ্রেন্ড-ফলোয়ার ছিল...
- ‘বাধ্য হয়ে ঘুস দেন ডিআইজি মিজান, এটি অপরাধের মধ্যে পড়ে না’ -আইনজীবী। -দৈনিক যুগান্তর, ০৩ ফেব্রুয়ারি ২০২২
- পুলিশের উপপ্রধানেরই যদি এ হাল হয় তাহলে সাধারণ জনতা কোন্ ছাই। আর দেশের লোকজন যেসমস্ত অফিস-আদালতে ঘুস দিতে বাধ্য হন, তারা মনে হয় খুব খুশি মনেই দিয়ে থাকেন!
- ডিজিটাল হাসপাতালে ভুতুড়ে বিল। -দৈনিক যুগান্তর, ০৪ ফেব্রুয়ারি ২০২২
- ডিজিটালের কারামতি নয় তো!
- আমরা সাহায্যের জন্য কারো কাছে হাত পাতি না : পরিকল্পনামন্ত্রী। -নয়া দিগন্ত অনলাইন, ০৪ ফেব্রুয়ারি ২০২২
- মন্ত্রী মহোদয় ঠিকই বলেছেন। এখন তো আর সাহায্যের জন্য হাত পাতা হয় না। শুধু কলমে দস্তখত করে ঋণ নিয়ে জাতিকে লক্ষ-কোটি টাকার দেনার দায়ে জর্জরিত করা হয়।
- বাংলাদেশের মানুষ ভারতের অবদানকে মনে রাখবে : পলক। -বাংলানিউজ টোয়েন্টিফোর.কম, ০৫ ফেব্রুয়ারি ২০২২
- হাঁ, তা তো রাখবেই। যার যেটা মনে রাখা দরকার, সে সেটা মনে রাখবে। সাধারণ জনগণ ফারাক্কা, তিস্তা, ফেলানীর ঝুলন্ত লাশ, প্রশান্ত কুমারসহ অনেকের হাজার হাজার কোটি টাকা নিয়ে পলায়নসহ অনেক কিছুই মনে রাখবে।
- তলপেটে চেয়ারম্যানের লাথি, মল-মূত্র-রক্তক্ষরণে কৃষকের মৃত্যু। -দৈনিক যুগান্তর, ০৮ ফেব্রুয়ারি ২০২২
- এই না হলে জননেতা!
- ‘হাজী সেলিমের সংসদ সদস্য পদ থাকবে না’। -নয়া দিগন্ত অনলাইন, ০৯ ফেব্রুয়ারি ২০২২
- যেদিন সংসদ সদস্য পদ থেকে মুক্ত হয়ে যাবেন সেদিন তিনি বেঁচে থাকবেন তো? সংসদ সদস্য পদ শেষ হতে হতে তো তিনি কয়েক সংসদের মেয়াদ পার করে ফেলেছেন।
- পাঁচবিবি উপজেলায় ইউপি নির্বাচন : ‘কিন্তু আমার নিজের ভোটটা গেল কোথায়?’ একজন প্রার্থীর আক্ষেপ। -কালের কণ্ঠ, ১০ ফেব্রুয়ারি ২০২২
- হায়রে গণতন্ত্র! প্রকৃত জনপ্রতিনিধিদের প্রতিচ্ছবি।
- আলআকসা : নিষেধাজ্ঞা উপেক্ষা করে মুসলমানের বেশ ধরে প্রার্থনা করছেন ইহুদীরা। -বিবিসি বাংলা, ১০ ফেব্রুয়ারি ২০২২
- প্রার্থনা, না গোয়েন্দাগিরি?
- ইউক্রেন নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা। -প্রায় সব গণমাধ্যম
- দেখা যাক, এটি কি যুদ্ধ না যুদ্ধ যুদ্ধ খেলা। অস্ত্র বিক্রির জন্য এ মহড়া নয় তো। বড় বড় অস্ত্র প্রস্তুতকারী মোড়লদের অস্ত্র ব্যবসার জন্য মহড়া নয় তো।
- রিয়াজের শ্বশুর আবু মুহসিনের ফেসবুক লাইভে এসে আত্মহত্যা, একাকিত্বে ভুগছিলেন তিনি। -প্রায় সব গণমাধ্যম
- অত্যন্ত হৃদয়বিদারক এতে কোনো সন্দেহ নেই। কিন্তু পার্থিব ভোগবদি বিশ্বে এটি একা আবু মুহসিনের বিষয় না। কেউ হয়তো নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে জান দিয়ে দিচ্ছে। কিন্তু যারা আত্মহত্যা করছে না, ভোগবাদী গোষ্ঠীর মধ্যে তাদের খবর নিলে দেখা যাবে, বিশাল এক জনগোষ্ঠী তাদের সবকিছু থাকা সত্ত্বেও একেবারেই একা। পুঁজিবাদ, ভোগবাদ এবং নিতান্ত জাগতিকতা মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে?
- ব্যাংকে থাকা শত কোটি টাকার কোনো দাবিদার নেই। -দৈনিক ইনকিলাব, ১০ ফেব্রুয়ারি ২০২২
- কোনো কোনো সিএনজি বা ট্রাকের পেছনে লেখা থাকে, সম্পদ খাবে লোকে, শরীর খাবে পোকে।
- শিথিল হয়ে যাচ্ছে পারিবারিক বন্ধন। -দৈনিক যুগান্তর ১২ ফেব্রুয়ারি ২০২২
پہلے خود کانٹے بچھائے اہل دل کے راہ میں + ہو گئے زخمی تو ان پر پھول برسائے گئے
সকল আয়োজন আমরা করে রেখেছি পারিবারিক বন্ধনেরে খেলাফ, তাহলে এ মাতম করে কী লাভ!
- প্রায়ই মদপানে অসুস্থ হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। -বাংলা ট্রিউবিউন, ১২ ফেব্রুয়ারি ২০২২
- অসুস্থ ও মাদকাসক্ত ভবিষ্যত শিক্ষিত প্রজন্ম, জানি না, এটি মদের সহজলভ্য করার আইনের নগদ সুফল (?) কি না।
- বাবা ছেলে মেয়ে নাতি একসঙ্গে পাস। -বাংলাদেশ প্রতিদিন, ১৪ ফেব্রুয়ারি, ২০২২
- অসংখ্য মোবারকবাদ। শিক্ষার কোনো বয়স নাই। চলো সবাই শিখতে যাই।
- চট্টগ্রাম বইমেলায় ইসলামী বই প্রবেশে বাধা। -বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম
- হায়রে ধর্মনিরপেক্ষতা! প্রায় নব্বই শতাংশ মুসলিম অধ্যুষিত দেশে ইসলামের বাণী শোনানোর সুযোগ নেই। বই মানুষকে আলোকিত করে। কিন্তু ইসলামী চেতনাবিহীন বই অন্ধকারে ঠেলে দেয়। জাতিকে কোন্ পথে নিয়ে যাওয়া হচ্ছে!
- বাহরাইনে প্রথম সফরে ইসরাইলি প্রধানমন্ত্রী। -দৈনিক যুগান্তর, ১৫ ফেব্রুয়ারি ২০২২
- এই পিরিত স্থায়ী হবে বলে মনে হয় না।
- ব্যক্তি পর্যায় ঋণের ৪১৯ কোটি টাকা লোপাট।
ছোট প্রকল্পে ‘পুকুরচুরি’, কেন্দ্রীয় ব্যাংকের ইইএফ : ঋণ নিয়ে আত্মগোপন, অস্তিত্বহীন প্রকল্পের নামে টাকা উত্তোলন, অন্য প্রতিষ্ঠানে টাকা স্থানান্তর, সরকারি খাসজমি মর্টগেজ রেখে ঋণ। -দৈনিক যুগান্তর, ১৫ ফেব্রুয়ারি ২০২২
- এত ক্ষুদ্র পর্যায়ের ঋণ মানুষকে দিলে তা কতটুকুই আর উপকারে আসে! এজন্য তারা একসঙ্গে নিয়ে নিয়েছেন। এটি নিয়ে নিউজ করা কিংবা বলার কী আছে!
- পিকে হালদার : ১০ বছরে ৯৩৩ কোটি টাকার সম্পদ। -প্রথম আলো, ১৬ ফেব্রুয়ারি ২০২২
- এক পিকে লুকান্তরে শত পিকে ঘরে ঘরে।
- প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সেই চেয়ারম্যানকে অব্যাহতি। -বাংলানিউজ টোয়েন্টিফোর.কম, ১৮ ফেব্রুয়ারি, ২০২২
- প্রধানমন্ত্রীর সম্মান কি এতই ঠুনকো যে, একজন সাধারণ পর্যায়ের জনপ্রতিনিধির কথা ধর্তব্যে নিতে হবে। কী যে কর্মকর্তাদের বোধ!