Jumadal Akhirah 1443   ||   January 2022

এ কিসসাটি প্রমাণিত নয়
খেজুর খাওয়ার সময় আলী রা.-এর সাথে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাস্যরস

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিযাহতথা হাসি-কৌতুক বিষয়ে নিম্নোক্ত কিসসাটি অমাদের সমাজে অনেক প্রসিদ্ধ। সাধারণ বক্তাদের মুখে তো শোনা যায়ই; সেদিন একটি প্রসিদ্ধ জাতীয় দৈনিকের ইসলামী পাতায়ও দেখলাম, নবীজীর হাস্যরস বিষয়ে আলোচনা করতে গিয়ে কিসসাটি উল্লেখ করা হয়েছে। হাদীস-সীরাতের নির্ভরযোগ্য কোনো কিতাবের রেফারেন্স ছাড়াই তা উল্লেখ করা হয়েছে এবং শেষে রেফারেন্সের মত করে ব্রাকেটে লেখা হয়েছে, ‘(নবী সা. জীবনী)। সেখানে ঘটনাটি লেখা হয়েছে এভাবে-

একদা নবীজি (সা.) কয়েকজন সাহাবিসহ খেজুর খাচ্ছিলেন। প্রত্যেকে খেজুরের বিচি যাঁর যাঁর সামনে রাখছিলেন। নবীজি (সা.) তাঁর খেজুরের বিচি হজরত আলী (রা.)-এর সামনে (তাঁর খেজুরের বিচির সঙ্গে) রাখতে লাগলেন। খেজুর খাওয়া শেষ হলে দেখা গেল, সবার সামনে প্রায় সমপরিমাণ খেজুরের বিচি; কিন্তু হজরত আলী (রা.)-এর সামনে দ্বিগুণ খেজুরের বিচি এবং নবীজি (সা.)-এর সামনে কোনো বিচিই নেই। এবার নবীজি (সা.) বললেন : আলী! তুমি তো দ্বিগুণ খেজুর খেয়েছ। হজরত আলী (রা.) তখন বললেন, আমি হয়তো খেজুর বেশি খেয়েছি; কিন্তু খেজুরের বিচি খাইনি; আপনি তো খেজুরের বিচিসহই খেয়ে ফেলেছেন। (নবী সা. জীবনী)।

এখানে বলা হয়েছে, নবীজী খেজুর খেয়ে আলী রা.-এর সামনে বিচি রেখেছেন। কেউ আবার বলে, আলী রা. নবীজীর সামনে বিচি রেখেছেন। কেউ আবার ঘটনাটিকে আবু বকর রা.-এর সাথে যুক্ত করে। এভাবে বিভিন্নজন বিভিন্নভাবে বলে। কিন্তু এ কিসসাটি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়; নির্ভরযোগ্য কোনো সূত্রে তা পাওয়া যায় না। হাদীস-সীরাতের নির্ভরযোগ্য কোনো কিতাবে আমরা তা খুঁজে পাইনি।

অনেক খোঁজাখুঁজির পর শিয়াদের এক কিতাবে কিসসাটি পাওয়া গিয়েছে। বারোতম শতাব্দীর শিয়া আলেম সায়্যেদ আব্দুল্লাহ আলজাযায়েরী (মৃত্যু : ১১৮০ হি.)-এর কিতাব আততুহফাতুস সানিয়্যাহ ফী শারহিন নুখবাতিল মুহসিনিয়্যাহ্য় (খ. ৪, পৃ. ৯৯) একটু ভিন্ন আন্দাজে কিসসাটি উল্লেখ করা হয়েছে। তাও সনদ ও হাওয়ালাবিহীন শুধু কিসসাটি উল্লেখ করে দেওয়া হয়েছে। সেখানে কিসসাটি উল্লেখ করা হয়েছে এভাবে-

وأكل ذات يوم التمر ومعه علي، وكان يجمع النوى عند علي، فلما فرغا قال: يا علي إنك لأكول، فقال: يا رسول الله! الأكول من أكل التمر ونواه.

[নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খেজুর খাচ্ছিলেন। আলী রা.-ও তাঁর সাথে খাচ্ছিলেন। নবীজী খেজুর খেয়ে বিচি আলী রা.-এর সামনে রাখছিলেন। খাওয়া শেষ হলে নবীজী বললেন, আলী তুমি দেখি বড় খাদক! (অর্থাৎ এত খেজুর খেয়ে ফেলেছ!) তখন আলী রা. বললেন, খাদক আমি নই; খাদক হল, যে খেজুর বিচিসহ খেয়ে ফেলেছে!]

এখানে না কোনো সনদ উল্লেখ করা হয়েছে আর না হাদীস-সীরাতের নির্ভরযোগ্য কোনো কিতাবের হাওয়ালা দেওয়া হয়েছে। সম্ভবত এখান থেকেই কিসসাটি প্রসিদ্ধ হয়েছে। পরবর্তীতে বিভিন্নজন বিভিন্নভাবে বলেছে।

কোনো কোনো কিতাবে খেজুর খাওয়া কেন্দ্রিক এজাতীয় কিছু হাস্যরসের কিসসা পাওয়া যায়, কিন্তু তার সাথে নবীজীর কোনো সম্পর্ক নেই। যেমন, আবুল বারাকাত আলগাযযী (মৃত্যু : ৯৮৪ হি.) আদাবুল মুওয়াকালা কিতাবে উল্লেখ করেন, দুই ব্যক্তি এক ধনীর দস্তরখানে খাচ্ছিল। দস্তরখানে রুতাব (খেজুর) খেতে দেওয়া হল। তখন ঐ দুই ব্যক্তির একজন খেজুর খাচ্ছিল আর বিচি অপরজনের সামনে রাখছিল। একপর্যায়ে তার সামনে এত বিচি জমা হল, যা অন্য কারো সামনে নেই। তখন ঐ ব্যক্তি বাড়ির মালিকের উদ্দেশে বলল, দেখেছেন, সে কত খেজুর খেয়েছে! তার সামনে সকলের চেয়ে বেশি বিচি!

এবার সে ব্যক্তি বলল, আল্লাহ তোমার এসলাহ করুন; তার বক্তব্য অনুযায়ী আমি না হয় খেজুর একটু বেশি খেয়েছি; কিন্তু এই আহমক তো খেজুর বিচিসহই খেয়ে ফেলেছে। (তার সামনে কোনো বিচিই নেই।) একথা শুনে সবাই হেসে দিল। (দ্র. আদাবুল মুওয়াকালা, পৃ. ১৯)

যাইহোক, খেজুর খাওয়া ও বিচি নিয়ে হাস্যরসের কিসসা আরো পাওয়া যায়, কিন্তু আলোচ্য কিসসাটি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়।

 

advertisement