Jumadal Ula 1443   ||   December 2021

দলীল জেনে নিন

কুরআন তিলাওয়াতের পূর্বে  أعُوذُ بِاللهِ  পড়া

 

আল্লাহ তাআলা বলেছেন-

فَاِذَا قَرَاْتَ الْقُرْاٰنَ فَاسْتَعِذْ بِاللهِ مِنَ الشَّیْطٰنِ الرَّجِیْمِ.

সুতরাং তোমরা যখন কুরআন পড়বে, তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করবে। -সূরা নাহল (১৬) : ৯৮

তিলাওয়াত শুরু করার আগে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় গ্রহণ করা উচিতশরীয়তের এই বিধান সবারই জানা, সূরা নাহ্লের উক্ত আয়াত এ বিধানেরই দলীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন যে, তিলাওয়াতের আগে বান্দা কোন্ দুআর মাধ্যমে আল্লাহ তাআলার আশ্রয় নিতে পারে। তাই তিলাওয়াতের আগে আমরা পড়ি-

أعُوذُ بِاللهِ مِنَ الشَّیْطٰنِ الرَّجِیْمِ.

তিলাওয়াতের আগে আল্লাহ তাআলার দিকে পূর্ণ মনোনিবেশ করে দিল থেকে এই দুআ পড়া উচিত। তিলাওয়াতের আগে এই দুআ পড়া সুন্নত।

এই হুকুমের একটি বড় হিকমত হল, কুরআন কারীম তিলাওয়াত, এর অর্থের প্রতি গভীর চিন্তা-ভাবনা করে আল্লাহ তাআলার পয়গাম বোঝার চেষ্টা, কুরআন থেকে শিক্ষা হাসিল এবং এর বিধিবিধান অনুযায়ী জীবন গড়ার চেষ্টা, সবকিছুই যেন শয়তানের সবধরনের ওয়াসওয়াসা ও কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকে। (তাফসীরে কুরতুবী ১০/১৭৪-১৭৫; তাফসীরে মাযহারী ৫/৩৭০-৩৭২; ইমাম ইবনুল জাযারী, আননাশর ফিল কিরাআতিল আশর ১/২৪৫-২৪৬)

-আবু আবদুর রহীম

 

 

advertisement