Jumadal Ula 1443   ||   December 2021

প্রশ্নোত্তর

[আনওয়ারুল কুরআন বিভাগের সর্বশেষ শিরোনাম প্রশ্নোত্তরএর অধীনে প্রত্যেক সংখ্যায় ইনশাআল্লাহ তিন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া হবে। সংক্ষেপের জন্য প্রশ্নকারীর নাম-পরিচয় অনুল্লেখ থাকবে।]

প্রশ্ন ৭ : জনাব! আমাকে শানে নুযূল সম্পর্কে একটি নির্ভরযোগ্য কিতাবের নাম বলে দিন। যেন তাফসীরে জালালাইন মুতালাআ করার সময় সেটাও সঙ্গে রাখতে পারি।

উত্তর : ইমাম ইবনে হাজার আসকালানী রাহ. (ওফাত : ৮৫২ হি.)-এর

العُجَاب في بيان الأسباب.

কিতাবটি মুতালাআ করতে পারেন। কিন্তু এই কিতাব এবং শানে নুযূল সম্পর্কিত রেওয়ায়েত থেকে যথাযথ উপকৃত হওয়ার জন্য শানে নুযূল শাস্ত্রের প্রয়োজনীয় মূলনীতি ও নিয়ম-কানুন আপনার জানা থাকা দরকার। এর গুরুত্বপূর্ণ কিছু বিষয় আল্লামা জালালুদ্দীন সুয়ূতী রাহমাতুল্লাহি আলাইহির

الإتقان في علوم القرآن.

এবং শাইখুল ইসলাম হযরত মাওলানা মুহাম্মাদ তাকী উসমানী দামাত বারাকাতুহুমের  علوم القرآن কিতাবে রয়েছে।

 

প্রশ্ন ৮ : আমরা তাফসীরের কিতাবে বিভিন্ন জায়গায় কোনো সাহাবী অথবা তাবেয়ীর উদ্ধৃতিতে পড়ি-  ...نزلت في كذا

এই আয়াত অমুক বিষয়ে নাযিল হয়েছে।এই ইবারত দ্বারা কি শানে নুযূল বর্ণনা করা উদ্দেশ্য?

উত্তর : হাঁ, কখনো তো এই ইবারত দ্বারা তারা এমন কোনো ঘটনার দিকে ইঙ্গিত করেন, যা এই আয়াত অবতীর্ণ হওয়ার বিশেষ প্রেক্ষাপটের অন্তভুর্ক্ত। কিন্তু আবার অনেক সময় এমন ইবারত দ্বারা ওই আয়াতের বিধানাবলির কোনো এক বিধান বা গুরুত্বপূর্ণ একটি বিধানের দিকেও ইঙ্গিত করতে চান। কাজেই তাফসীর ও শানে নুযূলের বর্ণনাসমূহ বোঝার জন্যও উস্তাযের প্রয়োজন।

 

প্রশ্ন ৯ : কুরআন কারীমে আল্লাহ তাআলা যেসব বিষয় হারাম করেছেন, সেগুলো কুরআন কারীমের আয়াতের উদ্ধৃতিসহ একত্রে পাওয়া যাবে- এমন কোনো নির্ভরযোগ্য কিতাবের নাম বলে দিন। আমি কৃতজ্ঞ থাকব।

উত্তর : মক্কার শায়েখ হানাফী ফকীহ আল্লামা সিনানুদ্দীন ইউসুফ আমাসী রাহ. (ওফাত : ১০০০ হি.)-এর تبيين المحارم.

কিতাবটি এই বিষয়ে একটি ভালো কিতাব। বেশ কয়েক বছর আগে কিতাবটি ছাপা হয়েছে এবং বড় বড় কুতুবখানায় পাওয়া যায়। কিতাবটি মিশর থেকে ছাপা হয়েছে।

 

প্রশ্ন ১০ : মুফতী মুহাম্মাদ শফী রাহমাতুল্লাহি আলাইহির معارف القرآن-এ তাফসীরে মাযহারীর অনেক হাওয়ালা আসে। এটি কার কিতাব এবং কোন্ ভাষায় রচিত?

উত্তর : এটি আল্লামা ছানাউল্লাহ পানিপথী রাহ. (ওফাত : ১২২৫ হি.)-এর কিতাব, যা আরবী ভাষায় রচিত। এই উপমহাদেশের অনেক প্রকাশকই কিতাবটি প্রকাশ করেছেন। একটি সংস্করণ মাকতাবা রশীদিয়া কোয়েটাও ১০ খণ্ডে প্রকাশ করেছে। আরবের বিভিন্ন কুতুবখানা থেকেও অনেক আগেই কিতাবটি প্রকাশিত হয়েছে। হ

 

advertisement